বন্ধুর বিয়েতে গিফট আইডিয়া – স্বরণীয় ও ব্যবহারযোগ্য উপহার

বন্ধুর বিয়েতে কি গিফট দিবেন? দেখুন বন্ধুর বিয়েতে উপহার দেয়ার মত স্মরণীয় ও ব্যবহারযোগ্য কিছু গিফট যেগুলো নবদম্পতির জন্য ব্যবহারযোগ্য ও আনন্দদায়ক হবে।

বন্ধুর বিয়েতে গিফট আইডিয়া

বন্ধুর বিয়ে! মানে আনন্দ, উৎসব আর নতুন জীবনের শুরু। এমন এক বিশেষ দিনে এমন কিছু উপহার দেওয়া উচিত, যা শুধু সুন্দরই নয়, ব্যবহারযোগ্যও হয়। কিন্তু কী গিফট দিলে নতুন দম্পতির জন্য সত্যিই উপকারী হবে? চলুন, দেখে নিই বন্ধুর বিয়েতে গিফট দেয়ার জন্য দারুন কিছু আইডিয়া।

১. ম্যাচিং পোশাক

নতুন দম্পতির জন্য ম্যাচিং পোশাক বেশ জনপ্রিয় একটা গিফট হতে পারে। শাড়ি-পাঞ্জাবি বা কাপল টি-শার্ট হলে তারা সহজেই বিশেষ মুহূর্তগুলোতে একসঙ্গে পরতে পারবে।

এই উপহার শুধু ওদের স্টাইলকেই বাড়াবে না, বরং দাম্পত্য জীবনের একরকম মিষ্টি প্রতিচ্ছবিও হবে। তাই বন্ধুর বিয়েতে ম্যাচিং পোশাক গিফট দিতে পারেন।

গিফটের জন্য জামাকাপড় কিনতে অবশ্যই ভালো মানের কাপড় এবং ভাল ফেব্রিক দেখে কিনুন।

বিয়ের গিফট সম্পর্কিত আরও পোস্ট:

২. হানিমুন প্যাকেজ

হানিমুন প্যাকেজ - বন্ধুর বিয়েতে গিফট আইডিয়া

বাজেট যদি একটু বেশি হয়, তাহলে হানিমুন প্যাকেজের চেয়ে ভালো গিফট আর কী হতে পারে? পছন্দের কোন সুন্দর স্থানে ভ্রমণ নবদম্পতির জন্য অসাধারণ অভিজ্ঞতা হতে পারে।

কোন প্যাকেজ বুকিং করার আগে নবদম্পতির পছন্দ ও ছুটির সময়সূচী সম্পর্কে ধারণা নিন।

৩. হোম ইলেকট্রনিকস আইটেম

একটা স্মার্ট টিভি, ব্লেন্ডার, কফি মেকার বা এয়ার ফ্রায়ার হলে কেমন হয়? নতুন সংসারে এগুলো সত্যিই বেশ দরকারি হবে। এই ধরণের গিফটগুলো তাদের দৈনন্দিন জীবনের কাজ সহজ করবে। আপনার বন্ধুর বিয়েতে ঘরের জন্য ইলেকট্রিক উপকরণগুলো গিফট হিসেবে খুবই গুরুত্বপূর্ণ হবে।

ইলেকট্রনিক আইটেম কেনার ক্ষেত্রে বিশ্বস্ত ব্র্যান্ড এবং ওয়ারেন্টি সহ গ্যাজেট কিনুন, যাতে নব দম্পতি নিশ্চিন্তে ব্যবহার করতে পারে।

৪. মোবাইল অথবা স্মার্ট গেজেট আইটেম

যদি বাজেট বেশি হয়, গেজেট আইটেম গিফট দিতে পারেন। বন্ধুর বিয়েতে স্মার্ট গ্যাজেট উপহার দিতে চাইলে স্মার্টওয়াচ, ইয়ারবাডস, স্মার্ট স্পিকার (Alexa/Google Home), স্মার্ট লাইট, ফিটনেস ট্র্যাকার, পাওয়ার ব্যাংক ইত্যাদি উপহার দিতে পারেন।

এ ধরণের গিফট আইটেম আপনার বন্ধুর কাজে লাগবে এবং তার জীবনকে আরও সহজ ও আধুনিক করবে। বিশেষ করে স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার স্বাস্থ্য সচেতনতায় সাহায্য করবে, স্মার্ট স্পিকার ও স্মার্ট লাইট তাদের ঘরকে Smart Home এ পরিণত করবে।

৫. পারফিউম

ভালো ব্র্যান্ডের পারফিউম নতুন দম্পতির জন্য চমৎকার গিফট হতে পারে। চাইলে কাপল পারফিউম সেটও দিতে পারেন, যাতে দু’জনই মিলে ব্যবহার করতে পারে।

কাউকে পারফিউম গিফট দিলে বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভাবনা আছে ফ্লেভার পছন্দ না হওয়ার। তাই আপনার বন্ধুর পছন্দ জেনে নিতে পারেন।

৬. নগদ উপহার

আপনি যদি কোন গিফট দেয়ার ব্যাপারে কনফিউজড থাকেন, তাহলে ক্যাশ বা গিফট কার্ড সেরা অপশন হবে। এতে নবদম্পতি নিজেদের পছন্দ ও প্রয়োজন মত কিছু কিনতে পারবে।

গিফট কার্ড দিতে চাইলে জনপ্রিয় সুপার শপ বা Daraz Gift Card সহ বিভিন্ন অনলাইন শপিং সাইটের গিফট কার্ড দিতে পারেন, যাতে গিফট কার্ডটি তারা চাইলেই ব্যবহার করতে পারে। ধরুন আপনি একটি একটি গিফট কার্ড দিলেন, যেটি ব্যবহার করার জন্য, তাদের নাগালের মধ্যে সেই শপ নাই।

৭. ইনডোর প্ল্যান্ট

আপনার বন্ধুকে তার নতুন ঘর সাজানোর জিনিস হিসেবে ইনডোর প্ল্যান্ট দিতে পারেন। হোম ডেকোরেশন শপগুলোতে আজকাল আর্টিফিশিয়াল ইনডোর প্লান্টও পাওয়া যায়। যদি সম্ভব হয় সত্যিকারের কোন ছোট ইনডোর প্লান্ট গিফট হিসেবে দিতে পারেন।

ইনডোর প্লান্ট হিসেবে জনপ্রিয় কিছু প্লান্ট হচ্ছে মানিপ্লান্ট, স্পাইডার প্লান্ট, কয়েন প্লান্ট, জেড প্লান্ট ইত্যাদি। পাতাবাহার গাছ সম্পর্কে জানতে পারবেন এই ব্লগে ঘর সাজানোর পাতাবাহার গাছের নাম

৮. ফটোগ্রাফি সেশন

একটি প্রফেশনাল ফটোগ্রাফি সেশন বা প্রি-ওয়েডিং শুট গিফট করতে পারেন, যা আপনার বন্ধু চিরকাল মনে রাখবে। তবে এটা করার আগে অবশ্যই তাদের অনুমতি নিন, কারণ তারা অলরেডি এমন কিছুর আয়োজন করেছে কিনা জানা জরুরী।

ফটোগ্রাফি শুটের জন্য অভিজ্ঞ ওয়েডিং ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ করে আগে থেকে বুকিং নিশ্চিত করতে হবে।

৯. বই

যদি বন্ধু বইপ্রেমী হয়, তাহলে তার পছন্দের লেখকের বই বা আত্মউন্নয়নমূলক বই উপহার দিতে পারেন। এছাড়া, ধর্মীয়, মানি ম্যানেজমেন্ট, জনপ্রিয় লেখকের কয়েকটি বই উপহার দিতে পারেন।

১০. কাস্টম 3D ফটো ল্যাম্প

নবদম্পতির ছবি খোদাই করা 3D ল্যাম্প হতে পারে খুবই ইউনিক ও আবেগময় উপহার। এটি শুধু ঘর সাজানোর জন্য নয়, বরং এক অসাধারণ স্মৃতিচিহ্ন হয়ে থাকবে, যা তারা প্রতিদিন দেখতে পারবে। আপনার বন্ধুর বিয়েতে কাস্টম ফটো 3D ল্যাম্প সুন্দর একটি উপহার হিসেবে বিবেচিত হবে।

১১. সুগন্ধি মোমবাতি সেট

Sweet Home Decor Candle - বিয়ের গিফট
Sweet Home Decor Candle

রোমান্টিক ও শান্ত পরিবেশ তৈরি করতে সুবাসিত মোমবাতির জুড়ি নেই। এটি শুধু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং এক প্রশান্তিময় পরিবেশ তৈরি করবে, যা নবদম্পতির জন্য বিশেষভাবে উপকারী হতে পারে।

১২. ডিনার সেট

বন্ধুর বিয়েতে গিফট হিসেবে ডিনার সেট দারুণ আইডিয়া হতে পারে। নতুন দম্পতির জন্য এটি প্রতিদিনের খাবার পরিবেশনে ব্যবহারিক ও প্রয়োজনীয়। পোরসেলিন, মেলামাইন বা বোন চায়না ডিনার সেট সুন্দর ডিজাইন ও টেকসই হয়। সাধারণত ৪, ৬ বা ১২ পিসের সেট পাওয়া যায়, যাতে বিভিন্ন সাইজের বাটি প্লেট, ও কাপ থাকে।

এই উপহারটি এটি শুধু ব্যবহারিক নয়, নতুন সংসারের জন্য স্মৃতিময় একটি উপহারও হবে। তাই ভালো মানের একটি ডিনার সেট বেছে নিন, যাতে তারা দীর্ঘদিন ব্যবহার করতে পারে।

১৩. কাপল কফি মগ

নাম অথবা বিশেষে কোন মেসেজ বা লাভ মেসেজ লেখা কাস্টমাইজড কফি মগ হতে পারে খুবই কিউট ও ব্যবহারিক উপহার। এটি সকালের চায়ের বা কফির সময়টাকে আরও মধুর করে তুলবে।

১৪. টেবিল ল্যাম্প বা নাইট লাইট

একটি নান্দনিক ডিজাইনের টেবিল ল্যাম্প বা নাইট লাইট নবদম্পতির ঘরের শোভা বাড়াবে। হোম ডেকোর শপ এবং Daraz এ বিভিন্ন আধুনিক ডিজাইন ও রঙের টেবিল ল্যাম্প পাওয়া যায়। সুন্দর দেখে একটি টেবিল ল্যাম্প বা নাইট লাইটিং ক্রয় করে আপনার বন্ধুর বিয়েতে উপহার হিসেবে দিতে পারেন।

১৫. Wall Hanging বা Wall Art Painting

ওয়াল হ্যাংগিং - বন্ধুর বিয়েতে গিফট আইডিয়া

আপনার বন্ধুর বিয়েতে ওয়াল হ্যাংগিং বা ছোট পেইন্টিং একটি চমৎকার গিফট আইডিয়া হতে পারে। লোকাল আর্ট গ্যালারি বা অনলাইন মার্কেটপ্লেস থেকে Traditional অথবা Modern যেকোন ডিজাইনের সুন্দর একটি আর্টপিস কিনতে পারেন।

শেষ কথা

বন্ধুর বিয়েতে উপহার দেওয়া শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, বরং তাদের নতুন জীবনের আনন্দে অংশ নেওয়ার সুন্দর উপায়। এই উপহারগুলো নতুন দম্পতির দৈনন্দিন জীবনে কাজেও আসবে এবং তাদের মনে বিশেষ জায়গা করে নেবে।

উপহার নির্বাচনের সময় তাদের প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিন, যাতে সেটি শুধু সৌন্দর্য বাড়ানোর নয়, বাস্তবে উপকারীও হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, উপহারের সঙ্গে আপনার ভালোবাসা আর শুভেচ্ছাটুকু যোগ করতে ভুলবেন না, কারণ সেটাই সবচেয়ে বড় উপহার!

Similar Posts

Leave a Reply