বান্ধবীর বিয়েতে কি গিফট দেওয়া যায় – সেরা গিফট আইডিয়া

ভাবছেন বান্ধবীর বিয়েতে কি গিফট দেয়া যায়? বান্ধবী যেহেতু স্পেশাল, তার জন্য গিফটও হওয়া উচিত স্পেশাল। এই ব্লগে দেখুন বান্ধবীর বিয়েতে কিছু সেরা গিফট আইডিয়া।

প্রিয় বান্ধবীর বিয়ে মানেই আনন্দের মুহূর্ত! কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন — কী গিফট দেওয়া যায়? এমন কিছু উপহার দেওয়া উচিত যা তাকে আনন্দিত করবে, যা নতুন জীবনে কাজে লাগবে এবং দীর্ঘদিন মনে থাকবে।

তাই আসুন দেখে নিই কিছু সুন্দর ও দরকারি গিফটের তালিকা।

ব্যক্তিগত ব্যবহার্য উপহার

আপনার বান্ধবীকে তার প্রয়োজনীয় ব্যক্তিগত ব্যবহার্য কোন গিফট দিতে পারেন। এগুলো হতে পারে –

  • বোরকা
  • পারফিউম
  • লেদার হ্যান্ড ব্যাগ
  • পাথরের নেকলেস বা ব্রেসলেট
  • মেকআপ কিট অথবা স্কিনকেয়ার কসমেটিকস
  • দম্পতির জন্য ম্যাচিং পোশাক

বোরকা ও হিজাব

প্রতিদিনের ব্যবহারের জন্য সিম্পল, কমফোর্টেবল বোরকা দিতে পারেন। এ ছাড়া এমব্রয়ডারি, লেস বা স্টাইলিশ কাটের বোরকা, যা অনুষ্ঠানে পরার উপযোগী বোকরা আপনি আপনার বান্ধবীর বিয়েতে গিফট দিতে পারেন।

বোরকার কালারের সাথে ম্যাচিং একটা হিজাব ও দিতে পারেন।

হ্যান্ড ব্যাগ

হ্যান্ড ব্যাগ মেয়েদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। সাধারণত ঘরের বাইরে যেতেই, খুচরা টাকা, মোবাইল, টিস্যু ইত্যাদি জিনিস নেয়ার জন্য ছোট হ্যান্ডব্যাগ প্রয়োজন হয়। অনেকে একাধিক ব্যাগ ব্যবহার করে থাকে।

বাজারে বিভিন্ন সাইজের হ্যান্ডব্যাগ রয়েছে। আবার একই কালারে বিভিন্ন সাইজের ম্যাচিং হ্যান্ডব্যাগ ও পাওয়া যায়। আপনার বান্ধবীকে তার বিয়েতে উপহার হিসেবে একটি হ্যান্ড ব্যাগ দিতে পারেন। এটি তার খুব পছন্দ হবে এবং কাজে লাগবে।

মেকআপ বক্স

যদি আপনার বান্ধবী মেকআপ ব্যবহার করে, তাহলে একটি ব্র্যান্ডেড মেকআপ কিট উপহার দিতে পারেন। এতে লিপস্টিক, আইশ্যাডো, ব্লাশ ও অন্যান্য দরকারি প্রসাধনী থাকতে পারে।

আরও দেখতে পারেন:

সাংসারিক ব্যবহার্য জন্য উপহার

যেহেতু আপনার বান্ধবী নতুন দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছে। তাকে তার নতুন সংসারের জন্য কিছু প্রয়োজনীয় গিফট দিতে পারেন যেমন, Kitchen Appliance, Home Decoration Item, ডিনার সেট ইত্যাদি। সাংসারিক ব্যবহার উপযোগি কিছু গিফট আইডিয়া হতে পারে:

  • কিচেন অ্যাপ্লায়েন্স (ব্লেন্ডার, কফি মেকার)
  • ডিনার সেট, কুকওয়ার সেট, প্রেসার কুকার, রাইস কুকার
  • হোম ডেকোরেশন আইটেম ও ক্যান্ডেল সেট

ঘর সাজানোর জিনিস

আপনার বান্ধবীর বিয়েতে নতুন ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস গিফট করতে পারেন। ঘর সাজানোর জন্য যেসব জিনিস গিফট দিতে পারেন –

  • বেডশিট ও বালিশের কভার
  • সুন্দর ওয়াল আর্ট বা হ্যান্ডমেড ওয়াল ডেকর আইটেম
  • রিয়েল বা আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্টস

কাস্টমাইজড গিফট আইটেম

বান্ধবীর বিয়েতে তাকে কাস্টমাইজড কিছু উপহার দিতে পারেন, যেমন:

  • নামসহ এমব্রয়ডারি করা তোয়ালে
  • বিশেষ মেসেজ বা ছবি প্রিন্ট করা কফি মগ
  • স্মৃতিচিহ্ন হিসেবে Photo Frame

গেজেট এবং একসেসরিজ গিফট

বান্ধবীর বিয়েতে তাকে কিছু একসেসরিজ যেমন ব্রেসলেট, হাতঘড়ি, নেকলেস ইত্যাদি দিতে পারেন। এছাড়া গেজেট যেমন স্মার্ট ওয়াচ বা হেডফোনের মত প্রয়োজনীয় রেগুলার ব্যবহার হয় এমন কিছু গিফট হিসেবে দিতে পারেন।

নগদ টাকা উপহার

টাকা সবচেয়ে বাস্তবসম্মত উপহার হতে পারে। এতে আপনার বান্ধবী নিজের অতি প্রয়োজনীয় কাজে বা ইচ্ছামতো খরচ করতে পারে। তাদের নতুন জীবন সাজাতে তাদের নিজেদের প্রয়োজন ও পছন্দমত জিনিস পত্র কিনতে পারবেন।

ক্যাশ টাকা দিলে আপনার বান্ধবীর পরবর্তী সময় যেকোনো সাংসারিক কাজে লাগাতে পারবে। তাই আপনার বান্ধবীর বিয়েতে ক্যাশ টাকা তার জন্য একটি মূল্যবান ও উপকারী উপহার হিসেবে গণ্য হবে।

শেষ কথা

বান্ধবীর বিয়েতে উপহার নির্বাচনের ক্ষেত্রে তার ব্যক্তিত্ব, পছন্দ-অপছন্দ ও প্রয়োজনের কথা মাথায় রাখা উচিত। উপহারটা ছোট হলেও যদি তা মন থেকে দেওয়া হয়, তবে সেটাই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। 

সবচেয়ে বড় কথা, আপনার উপস্থিতি তার জন্য সবচেয়ে বড় উপহার! তাই ভালোবাসা আর শুভেচ্ছার সঙ্গে উপহারটি দিন, তাহলেই তা আরও বেশি মূল্যবান হয়ে উঠবে।

উপহার শুধুই জিনিস নয়, এটি ভালোবাসা ও সম্পর্কের প্রতিচ্ছবি। সবচেয়ে বড় কথা, যে উপহারই দিন না কেন, তার সঙ্গে আপনার ভালোবাসা ও আন্তরিকতার ছোঁয়া থাকুক।

বিয়ে নিয়ে আমাদের ব্লগে আরও গিফট আইডিয়া রয়েছে, দেখতে পারেন।

Similar Posts

Leave a Reply