১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া

বিয়ের গিফট কি দেওয়া যায় তা নিয়ে ভাবছেন? কম দামে বিয়ের এই গিফট আইডিয়াগুলো হতে পারে নবদম্পতির জন্য সেরা গিফট।

১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া

নবদম্পতির জন্য উপহার নির্বাচন সবসময়ই বিশেষ এবং চিন্তার বিষয়। কম বাজেটে আপনি এমন কিছু বিয়ের গিফট দিতে পারেন যা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নিচে ১০০০ টাকার মধ্যে কম দামে বিয়ের গিফট আইডিয়া দেয়া হলো। আশা করি এই আইডিয়াগুলো কাজে লাগবে।

এছাড়া আপনার বাজেট আরও কিছুটা বেশি হলে ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট দিতে পারেন।

আরও দেখুন: বিবাহ বার্ষিকীতে গিফট আইডিয়া

ফটো ফ্রেম বা পার্সোনালাইজড ফটো

নবদম্পতির স্মৃতিকে ধরে রাখার জন্য ফটো ফ্রেম একটি দারুণ উপহার। আপনি ১০০০ টাকা বাজেটের মধ্যে একটি আকর্ষণীয় Photo Frame বা পাসোনালাইজড ফটো উপহার দিতে পারেন।

এই ধরণের ফ্রেম আপনি ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। নবদম্পতির ছবি বা অন্য কোন আকর্ষণীয় ছবি ফ্রেমে বাধাই করে গিফট হিসেবে দিতে পারেন।

পারফিউম

পারফিউম - ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট
পারফিউম – ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট

বিয়েতে পারফিউম সেট একটি অত্যন্ত রুচিশীল এবং Classy Gift। নবদম্পতি এটি ব্যক্তিগত বা বিশেষ মুহূর্তে ব্যবহার করতে পারবেন। বাজারে Revlon, Enchanter বা Azaadi-এর মতো ব্র্যান্ডের পারফিউম ১০০০ টাকার মধ্যেই পাওয়া যায়।

তবে আমি কাউকে গিফট দেয়ার ক্ষেত্রে Perfume দিতে চাইনা কারণ এই জিনিসটি মানুষ তার নিজের পছন্দ মতই ব্যবহার করতে চায়। তাই যদি কাউকে পারফিউম গিফট করতে চান, তার পছন্দের ফ্লেভার জেনে নিলে খুব ভাল হয়।

আর পারফিউম কেনার ক্ষেত্রে দেখে নিবেন পারফিউমের ঘ্রাণ (Smell) যেন দীর্ঘসময় থাকে।

পার্সোনালাইজড কফি মগ সেট

নবদম্পতির জন্য তাদের নাম বা বিশেষ কোন বার্তা প্রিন্ট করা কফি মগ সেট হতে পারে ব্যক্তিগত এবং অনন্য উপহার। লোকাল শপ বা অনলাইন প্ল্যাটফর্মে ৭০০-১০০০ টাকার মধ্যেই বিভিন্ন ডিজাইনের পার্সোনালাইজড মগ পাওয়া যায়।

অর্ডার দেওয়ার আগে প্রিন্টের মান এবং ডেলিভারি সময় ভালোভাবে যাচাই করে নিন।

সুগন্ধি হোম ডেকোর মোমবাতি সেট

Sweet Home Decor Candle - বিয়ের গিফট
Sweet Home Decor Candle

সুগন্ধি মোমবাতি (scented candles) নবদম্পতির ঘরে একটি রোমান্টিক পরিবেশ তৈরি করবে। বিভিন্ন আকর্ষণীয় ডিজাইন ও সুগন্ধের মোমবাতি সেট ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যেই কেনা সম্ভব।

মোমবাতির ঘ্রাণ এবং প্যাকেজিং দেখে কিনুন যে এটি উপহারের জন্য যথাযথ হচ্ছে কিনা।

ওয়াল হ্যাংগিং বা আর্ট পেইন্টিং

নবদম্পতির ঘরের জন্য ওয়াল হ্যাংগিং বা ছোট পেইন্টিং একটি চমৎকার আইডিয়া। লোকাল আর্ট গ্যালারি বা অনলাইন মার্কেটপ্লেস থেকে Traditional অথবা Modern যেকোন ডিজাইনের সুন্দর একটি আর্টপিস ৮০০-১০০০ টাকার মধ্যেই কেনা যাবে। রঙ এবং ডিজাইন এমন বেছে নিন যা তাদের ঘরের থিমের সাথে মানানসই।

Home Appliance

নবদম্পতির দৈনন্দিন জীবনে সহজতা আনতে একটি ছোট Hand Blender, Mixer, Kitchen Grinder, Electric Kettle, Electric Iron ইত্যাদি হতে পারে কার্যকরী উপহার। এ ধরনের Appliance আপনি ব্র্যান্ডের উপর নির্ভর করে ১০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।

এসব ইলেক্ট্রিক পণ্য কেনার ক্ষেত্রে পণ্যটির ওয়ারেন্টি এবং রিভিউ দেখে নিন কেনার আগে। অবশ্যই গিফট বক্সে ওয়ারেন্টি কার্ড, ক্যাশ মেমোসহ দিয়ে দিবেন।

ইনডোর প্লান্ট (Indoor Plants)

ইনডোর প্লান্ট - বিয়ের গিফট আইডিয়া

ইনডোর প্ল্যান্টস ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি একটি সতেজ পরিবেশ তৈরি করে। বিয়ের গিফট হিসেবে নবদম্পতির নতুন ঘরের জন্য Indoor Plants দিতে পারেন।

মানি প্ল্যান্ট, সাকুলেন্ট বা পিস লিলির মতো ছোট গাছগুলো অনেক আকর্ষনীয় এবং এগুলো ৫০০-১০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। একটি সুন্দর পট বেছে নিন এবং এটি পরিচর্যার সহজ নির্দেশনা সহ উপহার দিন।

জুয়েলারি বা অ্যাক্সেসরিজ

পাথরের ব্রেসলেট, রিং বা নেকলেস নববধূর জন্য হতে পারে নিখুঁত গিফট। লোকাল জুয়েলারি শপ থেকে ১০০০ টাকার মধ্যেই বেশ কিছু আকর্ষণীয় ডিজাইন পাওয়া যায়। ছেলেদের জন্যও রয়েছে ভাল মানের চাইনিজ কিছু ব্রেসলেট, ফিঙ্গার রিং ইত্যাদি।

যেহেতু উপহার হিসেবে দিবেন, প্যাকেজিংটা ভাল ও নজরকাড়া হতে হবে। কোন গিফট বক্সে রেপিং করে দিতে পারেন।

ফুড বাস্কেট বা চকোলেট বক্স

চকোলেটের বক্স অথবা ফুড বাস্কেট নবদম্পতির মুখে হাসি ফুটানোর একটি সহজ উপায়। ক্যাডবেরি, ফেরারো রশার বা দেশীয় ব্র্যান্ডের চকোলেট এবং কিছু শুকনো ফল দিয়ে একটি সুন্দর বাস্কেট সাজানো যায়। এগুলো ১০০০ টাকার মধ্যেই তৈরি করা সম্ভব।

নোটবুক বা প্ল্যানার সেট

নবদম্পতির জন্য দৈনিক পরিকল্পনা লেখার জন্য একটি আকর্ষণীয় নোটবুক বা প্ল্যানার সেট হতে পারে চমৎকার উপহার। সুন্দর কাভারের পাশাপাশি প্রাসঙ্গিক ডিজাইন বেছে নিন যা বাজারে ১০০০ টাকার মধ্যেই সহজলভ্য।

টেবিল ল্যাম্প বা নাইট লাইট

রাতে আরামদায়ক পরিবেশ তৈরি করার জন্য LED Table Lamp বা Night Light হতে পারে একটি ইউনিক উপহার। অনলাইনে বা শপিং মলে বিভিন্ন সুন্দর ডিজাইনের ল্যাম্প ১০০০ টাকার মধ্যেই কিনতে পারবেন। এটি ঘরের ডেকোরেশনের সাথে মানানসই কিনা নিশ্চিত করুন।

হস্তশিল্পের তৈরি ইউনিক গিফট

হ্যান্ডমেড শো-পিস বা ওয়াল ডেকোর বিয়ের উপহার হিসেবে ভীষণ জনপ্রিয়। বিভিন্ন কারুশিল্প মেলা বা লোকাল শপ থেকে এসব হস্তশিল্পের উপহার ১০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি আইটেম বেছে নিন।

বইয়ের সেট

যদি নবদম্পতি বইপ্রেমী হন, তবে তাদের প্রিয় লেখকের বইয়ের সেট উপহার দিতে পারেন। বাংলা সাহিত্যের ক্লাসিক বা আন্তর্জাতিক জনপ্রিয় লেখকদের অনুবাদ বই ১০০০ টাকার মধ্যেই পাওয়া যায়। বইয়ের কভার এবং প্যাকেজিং সুন্দর করে সাজিয়ে দিন।

Personalized কুশন কভার বা বেডশিট সেট

নবদম্পতির ঘরের জন্য একটি পার্সোনালাইজড কুশন কভার বা বেডশিট সেট হতে পারে আদর্শ উপহার। তাদের নাম, ছবি বা বিশেষ বার্তা যুক্ত করে এটি আরও বিশেষ করে তুলুন। অনলাইনে বিভিন্ন ই-কমার্স সাইট থেকে এটি ১০০০ টাকার মধ্যে অর্ডার করে নিতে পারেন এই ধরণের বেডশিট সেট।

এসব গিফট আইডিয়া বাজেট-বান্ধব এবং একইসঙ্গে ব্যক্তিগত স্পর্শ নিয়ে আসে। আশা করছি, এগুলো থেকে আপনার পছন্দের গিফটটি খুঁজে পাবেন এবং নবদম্পতিকে খুশি করতে পারবেন।

শেষকথা

বিয়ের উপহার দেয়ার জন্য সবার বাজেট একরকম হয় না। আপনার বাজেট সীমিত হলেও কমদামে একটা ব্যতিক্রমী গিফট দিয়ে খুশি করতে পারেন প্রিয়জনকে। উপরের লিস্ট থেকে যে কোন একটা গিফট কিনে উপহার দিতে পারেন।

বাজেট সীমিত থাকলেও আপনার সৃজনশীলতার মাধ্যমে আপনি বিয়ের জন্য চমৎকার উপহার বেছে নিতে পারেন। উপহার কেনার ক্ষেত্রে সব সময় যাকে গিফট দিবেন তার পছন্দ ও প্রয়োজনকে গুরুত্ব দিন।

Similar Posts

Leave a Reply