ঘর থেকে মশা তাড়ানোর ঘরোয়া উপায় | মশা তাড়ানোর উপায় কি
আপনি কি মশার উপদ্রবে খুব বিরক্ত? মশা তাড়ানোর কোন উপায় খুঁজে পাচ্ছেন না? তাহলে জানুন, ঘর থেকে মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়।
সাম্প্রতিক সময়ে মশা নিয়ে হয়তো অনেক বিরক্ত আপনি। মশা তারাতে অনেক কিছু করছেন। আরো কি করবেন তা ভেবে পাচ্ছেন না। তাহলে এই পোস্ট আপনার জন্য, শেয়ার করলাম মশা তাড়ানোর উপায় কি, তা নিয়ে প্রাকৃতিক কিছু সমাধান।
বিশেষ করে বড় শহর গুলোতে মশার উৎপাতের কথা মুখে বলে বোঝানো যাবেনা। শহুরে জীবণকে পুরো অতিষ্ঠ করে রেখেছে এটি। সেই সাথে অসুখ বিসুখ তো লেগেই থাকে এই মশার কারনে।
মশা তাড়ানোর ঘরোয়া উপায় কি
শীত থেকে বর্শার আগের সময়টায় মশার যে উৎপাত বেড়ে যায় তা মোটামুটি সবাই জানি। এই পতঙ্গ নিধনের জন্য অনেক সময় মশার কয়েল, এরোসল, ধূপ সহ নানান উপায় ব্যবহার করেছেন হয়তো।
কিন্তু শেষ মেষ কাজের কাজ কিছুই হয়না। এ অবস্থায় প্রাকৃতিক কিছু উপায়ে মশা নিধন করতে পারবেন। এই জন্য নিঁচ থেকে জেনে নিন মশা তাড়ানোর প্রাকৃতিক কিছু উপায়।
১. তুলশি গাছ
তুলশি গাছ ঔষুধি, এটি সবাই কম বেশি জানে। কিন্তু এই গাছ মশা নিধনে ব্যবহার করা যায়, তা খুব কম মানুষি জানে। আপনি মশার জ্বালায় অতিষ্ট হয়ে থাকলে ঘরের চালে কয়টি তুলশি গাছ লাগিয়ে দিন। মশা তাড়াতে ভালো কাজ করবে এই তুলশি গাছ।
২. কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায়
কর্ফূরের ঘ্রান মশা একদমই সয্য করতে পারে না। ৫০ গ্রাম কর্ফূর একটি বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করে ঘরের এক কোনে এটি রেখে দিন। ২ দিন পর পর এতে থাকা পানি পরিবর্তন করে দিন। পড়ুন- কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায়।
৩. নিম তেল
নিম তেল যদি শরীরে লাগিয়ে নেন তাহলে মশার কামড় থেকে রক্ষা পাবেন। নিমের গন্ধে মশা আপনার থেকে দূরে থাকবে। আবার শুধু নিম পাতাও ঘরে রেখে দিতে পারেন। এটিও ভালো কাজ করবে ও মশার উপদ্রব কমাবে।
৪. রসুন দিয়ে মশা তাড়ানোর উপায়
রসূনও মশা তাড়াতে সাহায্য করে। কয়েকটি রশূনের কোয়া থেতলে পানিতে মিশিয়ে সেই পানি সেদ্ধ করে সারা ঘরে স্প্রে করে দিলে মশার যন্ত্রনা থেকে রেহাই পাওয়া সম্ভব।
৫ ভাগ পানিতে ১ ভাগ রসুনের রস মেশান। তারপর মিশ্রণটি একটি বোতলে ভরে আপনার শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। এতে করে যে কোন মশা বা যে কোন ধরণের রক্ত চোষারা আপনার ধারে কাছেও আসবে না।
আরও পড়ুন: গোয়াল ঘরের মশা তাড়ানোর উপায়
৫. লেবু ও লবঙ্গ দিয়ে মশা
লেবু মাঝখান থেকে কেটে লেবুর মাঝখানে কয়েকটি লবঙ্গ গেথে দিন। এবার এই লেবু গুলো আপনার ঘরের কোনায় কোনায় রেখে দিন।
৬. ফ্যান চালু রাখুন
মশারা খুবই হালকা। তাই ফ্যানের বাতাসের গতির কারণে তারা খোলা বাতাসে উড়তে পারবে না।
একটি ফ্যানের স্পীড ঘন্টায় প্রায় দুই মাইল। মশাদের উড়বার গতিবেগের চাইতে ফ্যানের ঘুরবার গতি অনেক বেশি হওয়াতে সহজেই মশাদের ব্লেডের কাছে টেনে নেয়।
তাই ঘরে টেবিল ফ্যান বা পেডাল ফ্যানটি চালু রাখুন। মশাদের হাত থেকেও যেমন নিস্কৃতি পাবেন তেমনি গরমেও পাবেন আরাম। এছাড়া বেশি বাতাস হয় এমন সিলিং ফ্যান চললেও মশার উপদ্রব কম দেখবেন।
আমরা সবাই জানি, কয়েল বা স্প্রে আমাদের স্বাস্থের জন্য কতটা ক্ষতিকর। সেই হিসেবে এসব প্রাকৃতিক উপায় আমাদের জন্য উপকারি হতে পারে সবদিক থেকেই।
শেষ কথা
এই ছিল মশা তাড়ানোর কিছু প্রাকৃতিক উপায়। এরকম আরো হ্যাকস ও লাইফস্টাইল সম্পর্কে জানতে নিয়মিত ভিজিটকরুন UprankLife এবং আমাদের ফেসবুক পেইজ ফলো করুন- UprankLife।