মানিপ্লান্ট গাছ কোথায় রাখা উচিত? ঘর ও অফিসের সেরা ৬ স্থান

জানুন মানিপ্লান্ট গাছ কোথায় রাখা উচিত এবং কিভাবে রাখলে আপনার বাসা অথবা অফিসের সৌন্দর্য্য আরও বৃদ্ধি পাবে এবং হয়ে উঠবে প্রাণবন্ত ও সতেজ।

বসার ঘরে টেবিলের উপরে মানিপ্লান্ট গাছ

মানিপ্লান্ট গাছ আপনার ঘরের বসার ঘর, অফিস, বারান্দা বা জানালার পাশে রাখতে পারেন, যেখানে এটি পর্যাপ্ত পরোক্ষ আলো পাবে। তবে গাছের উপর সরাসরি রোদ যেন না পড়ে তা খেয়াল রুখুন, কারণ অতিরিক্ত তাপে গাছের পাতার রং ফ্যাকাশে হতে পারে। ছায়াযুক্ত বা হালকা আলোযুক্ত জায়গা মানিপ্লান্টের জন্য বেশি উপযুক্ত।

ইনডোর প্লান্ট শুধুমাত্র ঘরের সৌন্দর্য্যের জন্য নয়, এটি ঘরের বাতাস বিশুদ্ধ রাখতেও সাহায্য করে। এটি যে কোন গাছই কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে, যা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।

মানিপ্লান্ট তেমনি একটি আকর্ষণীয় ইনডোর প্লান্ট। এই ব্লগে মানিপ্লান্ট গাছ কোথায় রাখা উচিত এবং কিভাবে রাখলে আপনার ঘর ও অফিসের সৌন্দর্য্য আরও বৃদ্ধি পাবে এবং প্রাণবন্ত থাকবে তা নিয়ে আলোচনা করলাম।

আরও পড়তে পারেন:

বসার ঘর (Drawing Room)

বসার ঘর এমন একটি স্থান যেখানে পরিবারের সদস্যরা বেশিরভাগ সময় কাটান এবং মেহমান আসলে সেখানেই বসেন। তাই Drawing Room বা বসার ঘরে মানিপ্লান্ট রাখতে পারেন যার ফলে, বসার ঘরের সৌন্দর্য্য বাড়বে। পাশাপাশি ঘর থাকবে প্রাণবন্ত ও সতেজ।

জানালার পাশে রাখলে এটি পর্যাপ্ত আলো পাবে, তবে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলুন। এছাড়া, কোনো টেবিল বা শেলফের উপরে রাখলে এটি ঘরের সাজসজ্জার অংশ হিসেবে কাজ করবে।

বসার ঘরে মানিপ্লান্ট দেয়ালে ঝুলিয়ে রাখা যেতে পারে, এতে ফ্লোরে রাখার জায়গা সেইভ হবে। নিয়মিত পাতা পরিষ্কার করুন যাতে পাতার ‍উপর ধুলাবালি না জমে এবং গাছ সতেজ দেখায়।

বেডরুম (Bedroom)

মানিপ্লান্ট ঘরের বাতাস বিশুদ্ধ রাখে, যা আপনার বেডরুমের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। ঘরে ইনডোর প্লান্ট আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। এতে আপনার ঘুম ভাল হবে।

বেডরুমে ইনডোর প্লান্ট রাখলে তা বিছানার খুব কাছে না রেখে ছোট টেবিল বা শেলফের উপর রাখতে পারেন। এছাড়া বেডরুমে খুব বড় মানিপ্লান্ট গাছ রাখবেন না, কারণ বড় সাইজের গাছ বেডরুমে মানানসই নয়। একটি ছোট কাঁচের পাত্রে পানিতে ছোট সাইজের মানিপ্লান্ট রাখুন।

আরও পড়তে পারেন: ঘর সাজানোর পাতাবাহার গাছের নাম ও ছবি

রান্নাঘর (Kitchen)

রান্নাঘরে মানিপ্লান্ট রাখলে রান্নার সময় সৃষ্ট দুর্গন্ধ কিছুটা হলেও কমাতে সাহায্য করে। এছাড়া এটি রান্নাঘরের সৌন্দর্যও বাড়ায়।

রান্নাঘরের জানালার পাশে মানিপ্লান্ট রাখা সবচেয়ে ভালো। জানালা থেকে আলো আসবে, যা গাছের জন্য প্রয়োজনীয়। অবশ্যই স্টেভ থেকে অনেক দূরে রাখুন, যাতে কোনভাবেই গাছে তাপ না লাগে।

রান্নাঘরে জানালার পাশে ছোট ঝুলন্ত পাত্রে মানিপ্লান্ট রাখুতে পারেন। এতে আপনার রান্নাঘরের জায়গা সাশ্রয় হবে।

বারান্দা

বারান্দা এমন একটি স্থান যেখানে মানিপ্লান্ট সরাসরি প্রাকৃতিক আলো পায়, যা গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। এটি বারান্দার শোভা বাড়ায় এবং জায়গাটিকে সতেজ ও প্রাণবন্ত রাখে।

বারান্দার ছায়াযুক্ত অংশে রাখুন, যাতে সরাসরি সূর্যের আলো না পড়ে। ঝুলন্ত পাত্রে মানিপ্লান্ট রাখা সবসময় ভাল দেখায়। বারান্দার কোন কোণে বা রেলিংয়ের পাশে রেখে গাছের লতাগুলি ঝুলিয়ে দিতে পারেন।

বারান্দায় মানিপ্লান্ট গাছ

বারান্দায় মানিপ্লান্ট গাছ রাখলে, আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যেন ঝড়ো বাতাস গাছের ক্ষতি করতে না পারে। তাই এমনস্থানে গাছটি রাখুন যেখানে সরাসরি বাতাসের ঝাপটা না লাগে।

বাগান

আপনার বাগানেও মানিপ্লান্ট গাছ রাখতে পারেন যেটি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। মানিপ্লান্ট গাছের সুন্দর ও সবুব লতা বাগানের সৌন্দর্য আরও বৃদ্ধি করবে।

বাগানে মানিপ্লান্ট রাখতে গেলে অবশ্যই বড় গাছের নিচে বা দেয়ালের পাশে রাখুন, যাতে সরাসরি প্রখর রোদ না পড়ে। বাগানে উচু কোন স্থানেও রাখতে পারেন, এতে গাছের লতাগুলো নিচের দিকে ঝুলিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে।

বাগানে যেসব এলাকায় পোকামাকড় বেশি হতে পারে সেখান থেকে গাছকে দূরে রাখা উচিত।

অফিস বা মিটিং রুম

আপনার অফিস রুম বা মিটিং রুমেও মানিপ্লান্ট গাছ সহ সুন্দর কোন ইনডোর প্লান্ট রাখতে পারেন। ইনডোর প্লান্ট ঘরের পরিবেশকে সতেজ ও উজ্জীবিত রাখে, যেটি আমাদের মানসিক চাপ কমায়। এর ফলে আমাদের কাজের কোয়ালিটি ভাল হয়।

অফিস রুমে মানিপ্লান্ট

আপনার অফিসের ডেস্কের উপর একটি ছোট পাত্রে মানিপ্লান্ট গাছ রাখতে পারেন, যেটি টেবিলের ডেকোরেশন আইটেম হিসেবে কাজ করবে।

অথবা, অফিস রুমের কর্ণারে কোন দেয়ালে ঝুলিয়ে লতাগুলো নিচের দিকে ঝুলিয়ে দিতে পারেন। মানিপ্লান্ট ঝুলানোর জন্য শক্তিশালী হুক বা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন।

শেষকথা

ঘরে বা অফিসে যেখানেই রাখুন না কেন, মানিপ্লান্ট গাছের যত্ন নিতে বিশেষ কিছু টিপস আপনার খেয়াল রাখতে হবে। যেমন, সরাসরি রোদে না রেখে হালকা আলোতে রাখা, নিয়মিত পাতার উপর স্প্রে করে নরম কোন কাপড় দিয়ে পাতার উপরের ধুলাবালি পরিষ্কা করা ইত্যাদি।

মানিপ্লান্ট গাছের যত্ন কিভাবে নিবেন এই ব্লগটি পড়তে পারেন।

Similar Posts

Leave a Reply