বন্ধুর বোনের বিয়েতে কী গিফট দেওয়া যায়?
বন্ধুর বোনের বিয়েতে বই, গৃহস্থালী জিনিসপত্র, কসমেটিকস, হোম ডেকর আইটেম, জামা, শাড়ি বা অন্য কোন প্রয়োজনীয় জিনিস দিতে পারেন। দায়সারা যেন তেন একটা গিফট না তার ব্যবহার্য কোন জিনিস দিলে গিফটটি খুব পছন্দ করবে।

কোথাও বিয়ের দাওয়াত পেলে মাথায় একটা প্রশ্ন প্রায় ঘুরপাক খায়, যে “বিয়েতে কী উপহার দেব?” আর যদি সেটা হয় বন্ধুর বোনের বিয়ে, তখন চিন্তাটা একটু বেশি বেড়ে যায়। কারণ আপনি তো একেবারে পরিবারেরও নন, আবার সম্পূর্ণ বাইরের মানুষও নন। তাই গিফট হতে হবে ভদ্র, ব্যবহারিক এবং একই সাথে বাজেট–সাশ্রয়ী।
আসলে সবাই এমন একটা উপহার খুঁজে যা একই সঙ্গে ব্যবহারযোগ্য, স্মরণীয় আর বাজেটের মধ্যে থাকে। অনেকেই আবার এটিকেট নিয়েও চিন্তিত থাকেন — ক্যাশ দিলে খারাপ দেখাবে কিনা, অথবা নগদ দিলে কতটা দেওয়া উচিত।
এই ব্লগে আমি কিছু গিফট আইডিয়া শেয়ার করবো, যেগুলো গিফট হিসেবে খুব পছন্দনীয় এবং কাজে লাগার মত।
বন্ধুর বোনের বিয়েতে যেসব গিফট দিতে পারেন
বন্ধুর বোন এবং নিজের বোনের মতই, সাধ্যমত ভাল কোন গিফট দেয়া উচিত। বন্ধুর বোনের বিয়েতে যেসব গিফট দেয়া যায়:
- হোম এসেনশিয়ালস
- পার্সোনালাইজড গিফট
- বই
- কসমেটিকস
- এক্সপেরিয়েন্স গিফট
- ট্র্যাডিশনাল গিফট
- হোম ডেকোরেশন আইটেম
- ক্যাশ বা নগদ উপহার
হোম এসেনশিয়াল আইটেম
নতুন সংসার গড়তে সবচেয়ে দরকারি জিনিস হলো গৃহস্থালি জিনিসপত্র। একটি সুন্দর বেডশিট সেট, মানসম্মত কুকওয়্যার, বা একটি ডিনারওয়্যার সেট নতুন সংসারের জন্য সত্যিই কার্যকর হতে পারে।
এমনকি ব্লেন্ডার, কফি মেকার কিংবা রাইস কুকারের মতো ইলেকট্রনিক্সও ভালো গিফট হতে পারে, তবে সেটি দেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হোন যে তারা এগুলো ব্যবহার করবে।
এই ধরণের ব্যবহার্য্য গিফট আইটেম সবাই পছন্দ করে, কারণ এগুলো নতুন জীবনে সত্যিই কাজে লাগে।
পার্সোনালাইজড গিফট
যদি আপনি চান আপনার উপহারটি আরও স্পেশাল ও আলাদা হয়ে থাকুক, সেক্ষেত্রে পার্সোনালাইজড গিফট দিতে পারেন যেগুলো নব দম্পতির জন্য স্মৃতিময় উপহার হতে পারে। যেমন,
- নাম খোদাই করা মগ;
- বিশেষ শুভেচ্ছা সহ কোন ওয়ালমেট
- কাঠের বোর্ড;
- ফটো ফ্রেম বা একটি মেমোরি বক্স;
এই ধরনের উপহার বাজেটের দিক থেকেও বেশি ভারী নয়, কিন্তু আবেগের দিক থেকে অনেক মূল্যবান।
বই
উপহার হিসেবে বই অনেক আগে থেকেই প্রচলিত। বিভিন্ন জনপ্রিয় ও শিক্ষামূলক বই রয়েছে। আপনার বন্ধুর বোন যদি বই নাও পড়ে, তাও সেই রকম কিছু স্পেশাল বই উপহার দিতে পারেন। তবে বই গিফট দেয়ার আগে, আপনার বন্ধুর সাথে আলাপ করে কোন বই বা কোন লেখকের লেখা বই পছন্দ হতে পারে আইডিয়া নিতে পারেন।
কসমেটিকস
মেয়েদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস হলো কসমেটিকস। আপনার বাজেট অনুসারে ভাল ময়েশ্চারাইজার ক্রিম, শ্যাম্পু, লোশন এরকম কয়েকটি আইটেম একসাথে গিফট দিতে পারেন। এই ধরণের গিফট খুবই পছন্দ করবে।
এক্সপেরিয়েন্স গিফট
উপহার শুধু জিনিসপত্রেই সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি চাইলে নবদম্পতিকে একটি সুন্দর অভিজ্ঞতাও উপহার দিতে পারেন। উদাহরণস্বরূপ, তাদের জন্য দুই জনের ডিনার ভাউচার, রিসোর্টে একটি উইকএন্ড স্টে বা স্পা ভাউচার দেওয়া যেতে পারে। এগুলো হয়তো বাড়িতে সাজিয়ে রাখার মতো কিছু নয়, তবে একসঙ্গে কাটানো সময়ের স্মৃতি তাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ট্র্যাডিশনাল গিফট
বাংলাদেশি সংস্কৃতিতে এখনো অনেক পরিবার ঐতিহ্যবাহী উপহারকে মূল্য দেয়। যেমন—সিলভার বা স্টিলের বাসন, একটি শাড়ি বা ঘর সাজানোর জন্য হস্তশিল্পের কোনো শোপিস। তবে অবশ্যই খেয়াল রাখবেন, দম্পতি এগুলো ব্যবহার করবে কিনা। না হলে আপনার উপহার তাদের কাছে জমে থাকবে, কিন্তু কাজে আসবে না।
নগদ টাকা উপহার
এখনকার দিনে ক্যাশ বা নগদ টাকা উপহারকে সবচেয়ে বেশি ব্যবহারিক গিফট হিসেবে ধরা হয়। কারণ নগদ টাকা প্রয়োজনমত ব্যবহার করা যায়। বিয়ের পর নতুন সংসারের বিভিন্ন টুকিটাকি কেনাকাটা, বা ভ্রমণের জন্য নগদ টাকা ব্যবহার করতে পারে।
আপনি চাইলে সুন্দর খামে বা শুভেচ্ছা কার্ডে ক্যাশ টাকা দিতে পারেন, সেটিই সুন্দর হবে। তবে নগদ দেয়া সম্ভব না হলে বিকাশ বা ডিজিটাল পেমেন্টেও পাঠাতে পারেন। শুধু খেয়াল রাখবেন, উপস্থাপন যেন ভদ্র হয় এবং এর সঙ্গে একটি ছোট্ট শুভেচ্ছা বার্তা থাকলে সেটি উপহারটিকে আরও আন্তরিক করে তুলবে।
আপনার বাজেট অনুযায়ী গিফট সাজেশন
আপনি যে কোন ধরণের উপহারই দিতে যান, আপনার বাজেটের বিষয়টি মাথায় রাখতে হবে। বাজেট ১০০০ টাকার মধ্যে হলে দেখতে পারেন ১০০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া। আর বাজেট যদি একদমই কম থাকে, সেক্ষেত্রে ১ গুচ্ছ ফুল নিয়ে নবদম্পতিকে একসাথে অভিনন্দন জানিয়ে আসতে পারেন।
বাজেট | গিফট সাজেশন |
---|---|
১০০০ থেকে ২০০০ টাকা | ছোটখাট হোম ডেকোরেশন আইটেম, কসমেটিকস, বেডশিট, ওয়ালম্যাট, কুকিং প্যান, অথবা প্রেসার কুকার দিতে পারেন। |
২০০০ থেকে ৩০০০ টাকা | এই আইটেমগুলো একটু ভাল মানের দিতে পারবেন। অথবা পার্সোনালাইজড কোন গিফট আইটেম দিতে পারেন। |
৫ হাজার টাকা | কটা বড় ডিনারসেট, বা ভাল কুকওয়্যার সেট দিতে পারেন। চাইলে আপনি ৫ হাজার টাকা ক্যাশ গিফটও দিতে পারেন যেটা আশা করি অনেক ভাল একটা অপশন হবে। |
FAQs
শেষ কথা
বন্ধুর বোনের বিয়ে হোক বা যে কোন অনুষ্ঠানেই গিফট দেওয়া নিয়ে দ্বিধা–দ্বন্দ্বে পড়া খুব স্বাভাবিক। তবে মনে রাখবেন, উপহার বড় বা দামি হওয়াটাই আসল নয়। আসল বিষয় হলো, যাকে উপহার দিচ্ছেন তার কাজে লাগার মত বা খুব পছন্দনীয় কোন উপহার দিতে পারা।
তাই দায়সারা কোন উপহার না দিয়ে, যেটা করতে পারেন, তার ব্যক্তিগত পছন্দ, প্রয়োজন এই বিষয়গুলো জেনে বা বিবেচনা করে গিফট দিতে পারেন। তাহলে সেটি অবশ্যই একটি বিশেষ উপহার হবে।
বিয়ের গিফট আইডিয়া নিয়ে আমাদের আরও কিছু আর্টিকেল দেখতে পারেন: