ছারপোকা তাড়াতে নিম পাতা ব্যবহার করবেন যেভাবে

বিছানায় ঘুমাতে গেলেই যদি শরীর চুলকাতে শুরু করে বা ছোট ছোট লাল দাগ দেখা দেয়, বুঝতে হবে ঘরে ছারপোকার উপদ্রব বেড়েছে। বাজারে অনেক কীটনাশক থাকলেও সেগুলো সবসময় নিরাপদ নয়, আবার শিশু বা পোষা প্রাণী থাকলে তো আরও ঝুঁকি।

তাই আমি বরাবরই চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে সমাধান খুঁজতে। আর এই জায়গায় ছাড়পোকা তাড়ানোর জন্য “নিম পাতা” সত্যিই এক দারুণ ঘরোয়া ওষুধ।

ছারপোকা তাড়াতে নিম পাতা ব্যবহার

নিম পাতা আমাদের দেশের এক চিরচেনা ভেষজ। এটি ছারপোকা তাড়ানোর ঘরোয়া উপায় হিসেবে অনেকেই ব্যবহার করে।

এর তিক্ত স্বাদ ও বিশেষ গন্ধ ছারপোকাসহ নানা রকম ক্ষতিকর পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে। নিম পাতায় থাকা প্রাকৃতিক উপাদান ছারপোকার খাওয়ার ও বংশবৃদ্ধির ক্ষমতা কমিয়ে দেয়। ফলে নিয়মিত ব্যবহার করলে ছারপোকা ধীরে ধীরে চলে যায়।

ছাড়পোকা তাড়াতে নিম পাতার ব্যবহার

আসুন এবার জেনে নেই কিভাবে ছাড়পোকা তাড়াতে নিম পাতা ব্যবহার করবেন।

নিম পাতা সিদ্ধ করার পানি স্প্রে করুন

ছারপোকা দূর করতে নিম পাতার জল স্প্রে সবচেয়ে জনপ্রিয় উপায়। এক মুঠো তাজা নিম পাতা সিদ্ধ করে নিন। সেই পানি ঠান্ডা ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। এরপর বিছানা, খাটের কোণা, বালিশ কিংবা পর্দার ভাঁজে এই জল নিয়মিত স্প্রে করুন।

ছারপোকা সাধারণত এসব জায়গায় লুকিয়ে থাকে, তাই কয়েকদিন ব্যবহার করলেই তাদের উপদ্রব চোখে পড়ার মতো কমে যাবে।

যদি ছারপোকার সমস্যা প্রকট আকারে হয়, তাহলে দেখতে পারেন – চিরতরে ছারপোকা দূর করার উপায়

শুকনো নিম পাতা

শুকনো নিম পাতার ব্যবহারও খুব কার্যকর। কয়েকদিন রোদে শুকিয়ে নেয়া নিম পাতা গুঁড়ো করে গদি বা বালিশের নিচে ছিটিয়ে দিতে পারেন। চাইলে সরাসরি শুকনো পাতা বিছানার কোণায়, আলমারিতে বা কাঠের ফাঁকে রেখে দিন। এর তীব্র গন্ধ ছারপোকাকে দূরে রাখে এবং নিয়মিত ব্যবহার করলে ছারপোকা ধীরে ধীরে হারিয়ে যায়।

নিম তেল

বাজারে সহজেই পাওয়া যায় নিম তেল, যা ছারপোকা তাড়াতে দারুণ কার্যকর। কয়েক ফোঁটা নিম তেল পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করে গদি বা খাটের কোণায় প্রয়োগ করলে দ্রুত ফল পাওয়া যায়।

বিশেষ করে কাঠের ফাটল বা গদির ভেতর যেখানে ছারপোকা ডিম পাড়ে, সেখানে সরাসরি কয়েক ফোঁটা নিম তেল ব্যবহার করলে ছারপোকা পালিয়ে যায়। তবে কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত ব্যবহার করা প্রয়োজন।

শেষ কথা

ছারপোকা সত্যিই বিরক্তিকর এক সমস্যা। বিছানায় থাকা ছারপোকা রক্ত খেয়ে নেয়, এছাড়া ছারপোকার কামড়ালে অনেক ধরণের রোগ হতে পারে। তাই যেকোন উপায়েই হোক ছারপোকা তাড়াতেই হবে।

প্রাকৃতিকভাবে যদি এর সমাধান পাওয়া যায়, তাহলে আলাদা কেমিক্যাল ব্যবহার করার দরকার হয় না। নিম পাতা, শুকনো বা তেল – যেভাবেই ব্যবহার করুন না কেন, এটি একেবারে সহজ, সাশ্রয়ী আর সবচেয়ে বড় কথা নিরাপদ।

নিয়মিত ব্যবহার করলে আশা করা যায় আপনার বিছানা ও ঘর ছারপোকামুক্ত হবে আর ঘুমের শান্তি ফিরে পাবেন।

Similar Posts

মন্তব্য করুন