ছারপোকা কামড়ালে কি হয়? লক্ষণ, প্রতিকার ও বাঁচার উপায়
ছারপোকা কামড়ালে ত্বকে চুলকানি, লাল দাগ ও অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। জানুন ছারপোকার কামড়ের লক্ষণ, করণীয় ও প্রতিরোধের উপায়।
আপনার দৈনন্দিন কাজ আরও সহজ ও স্মার্ট উপায়ে করার জন্য অনুসরণ করুন এই লাইফ হ্যাকস। সময় বাঁচানোর বিভিন্ন ট্রিকস ও ব্যবহারিক টিপস দেখুন এই ক্যাটাগরিতে।
ছারপোকা কামড়ালে ত্বকে চুলকানি, লাল দাগ ও অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। জানুন ছারপোকার কামড়ের লক্ষণ, করণীয় ও প্রতিরোধের উপায়।
বিছানায় ছারপোকার উপদ্রব? ঘর থেকে ছাড়পোকা তাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে “ন্যাপথালিন” ব্যবহার করা। জানুন ছারপোকা তাড়ানোর ১৪টি কার্যকরী উপায়।
বিছানায় ঘুমাতে গেলেই যদি শরীর চুলকাতে শুরু করে বা ছোট ছোট লাল দাগ দেখা দেয়, বুঝতে হবে ঘরে ছারপোকার উপদ্রব বেড়েছে। বাজারে অনেক কীটনাশক থাকলেও সেগুলো সবসময় নিরাপদ নয়, আবার শিশু বা পোষা প্রাণী থাকলে তো আরও ঝুঁকি।
তাই আমি বরাবরই চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে সমাধান খুঁজতে। আর এই জায়গায় ছাড়পোকা তাড়ানোর জন্য “নিম পাতা” সত্যিই এক দারুণ ঘরোয়া ওষুধ।