আপনিও কি লেখালেখি ভালোবাসেন? আপনার কি ঘর সাজানো, রান্না, রান্নাঘরের টিপস, জীবনযাত্রা, স্বাস্থ্য কিংবা পরিবার নিয়ে শেয়ার করার মতো সুন্দর অভিজ্ঞতা বা টিপস আছে? তাহলে দারুণ একটা খবর আপনার জন্য! আমাদের ব্লগে এখন Guest Author হওয়ার সুযোগ রয়েছে।
আমরা বিশ্বাস করি, সবার অভিজ্ঞতা ও আইডিয়া অন্যের কাজে আসতে পারে। তাই আপনার জ্ঞান, অভিজ্ঞতা এবং অনুপ্রেরণাদায়ক কথা আমাদের পাঠকদের সাথে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পাচ্ছেন এখানেই।
কেন লিখবেন আমাদের ব্লগে?
- আপনার লেখা পড়বে হাজারো পাঠক – আমরা নিয়মিত পাঠকদের কাছে পৌঁছে দিই নতুন লেখা।
- নিজের পরিচিতি বৃদ্ধি করুন – ব্লগে আপনার নাম, ছবি ও পরিচয় প্রকাশ করা হবে। নিয়মিত লেখার মাধ্যমে নিজেকে একজন দক্ষ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এতে আপনার কনটেন্টের অথরিটি বৃদ্ধি পাবে।
- ব্যাকলিংক তৈরির সুযোগ – চাইলে নিজের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা অন্য লিংক শেয়ার করতে পারবেন।
- অন্যদের সহযোগিতা করা – আপনার রান্নার টিপস, ঘর সাজানোর কৌশল, কিংবা স্বাস্থ্য বিষয়ক অভিজ্ঞতা অন্য গৃহিণী ও পাঠকের কাজে দারুণভাবে আসবে।
- ফ্রিল্যান্স বা লেখালেখির ক্যারিয়ার গড়তে সহায়ক – আপনার পোর্টফোলিওতে এই লেখাগুলো যোগ করতে পারবেন।
কোন কোন বিষয়ে লিখতে পারবেন?
আপনি চাইলে নিচের যেকোনো বিষয়ে লিখতে পারেন—
- ঘর সাজানো ও গৃহস্থালির টিপস
- রান্না, রেসিপি ও রান্নাঘরের কৌশল
- পরিবার ও লাইফস্টাইল
- স্বাস্থ্য ও ঘরোয়া টিপস
- বাজার করা, সংরক্ষণ ও সংগঠনের টিপস
- আপনার নিজস্ব অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প
গেস্ট ব্লগিং করার জন্য কিছু নির্দেশনা
- লেখা অবশ্যই নিজস্ব ও মৌলিক হতে হবে (অন্য কোন ব্লগ/সোর্স থেকে কপি করা চলবে না)।
- আপনার লেখা গঠনমূলক করার জন্য AI ব্যবহার করতে পারেন। তবে সম্পূর্ণ এআই দ্বারা লিখিত কনটেন্ট গ্রহণযোগ্য হবে না।
- কোন তথ্য শেয়ার করলে বা রেফারেন্স হিসেবে অন্য ব্লগ থেকে দেয়া তথ্যের জন্য অবশ্যই তথ্যসূত্র হিসেবে লিংক শেয়ার করবেন।
- কনটেন্টের ভাষা হবে সহজ, বন্ধুত্বপূর্ণ ও পাঠকবান্ধব।
- লেখার দৈর্ঘ্য কমপক্ষে ৮০০+ শব্দ হলে ভালো।
- প্রয়োজনে নিজের তোলা ছবি, Copyright Free ছবি, AI Generated ছবি ব্যবহার করতে পারবেন (অন্য কারও ছবি কপি না করা)।
- লেখা পাঠানোর আগে বানান ও ব্যাকরণ শুদ্ধ করার জন্য রিভাইজ দিয়ে ঠিক করে নেবেন।
কিভাবে লেখা সাবমিট করবেন?
প্রথমে আপনাকে আমাদের ব্লগে Contributor হিসেবে Registration করতে হবে। তারপর Post অপশন থেকে Add Post অপশনে গিয়ে আপনার ব্লগ লিখে Submit করতে পারবেন।
এর আগে, আপনার User Profile থেকে আপনার নাম, সোশ্যাল মিডিয়া লিংক এবং Author Bio আপডেট করে নিন।