বাচ্চাদের জন্মদিনের সেরা ১১ গিফট আইডিয়া

বাচ্চাদের জন্মদিনের গিফট আইটেম কেনা নিয়ে কনফিউজড? জন্মদিনে শিশুদের এই গিফটগুলো দিয়ে খুশি করতে পারেন। দেখুন বাচ্চাদের জন্মদিনের সেরা ১১ গিফট আইডিয়া।

ছোট বাচ্চাদের জন্মদিনের গিফট আইডিয়া

উপহার পেলে যেকোনো শিশুরাই খুশি হয়। শিশুদের যে কোন সময় উপহার দেওয়া যায়।  উপহার দেওয়ার জন্য কোন বিশেষ দিন বা তারিখের প্রয়োজন হয় না। তবে শিশুরা সারা বছরের মধ্যে একটি দিনের জন্য অপেক্ষায় থাকে সেটি হলো তার জন্মদিন।

জন্মদিনে তাকে একটি সুন্দর উপহার দিতে পারেন। শিশুদের জন্মদিনে অল্প বা বেশি  দামের মধ্যেও বিভিন্ন জিনিসপত্র উপহার হিসেবে দিতে পারেন এতে শিশুরা আনন্দ উপলব্ধি বোধ করবে। শিশুরা যে সকল জিনিস বেশি পছন্দ করে সে সকল জিনিসপত্র তাদের জন্মদিনে উপার হিসেবে দিতে পারেন।

৬ বছরের বাচ্চাদের জন্মদিনের উপহার

ছোট শিশুদের জন্মদিনে কিছু সেরা কিছু গিফট আইডিয়া হচ্ছে:

  • চকলেট বক্স
  • টিফিন বক্স ও হটপট
  • স্কুল ব্যাগ
  • রঙ্গের বক্স
  • আকর্ষণীয় মগ
  • বার্বি ডল
  • টেডি বিয়ার
  • রঙ্গিন বই
  • জামা কাপড়
  • জ্যামিতি বক্স
  • খেলনা গাড়ি, বাইক, প্লেন

চকলেট বক্স

চকলেট বাচ্চাদের জন্মদিনের জন্য সেরা উপহার হতে পারে। কারণ এমন কোন শিশু পাবেন না যে চকলেট  পছন্দ করেনা। শিশুর জন্মদিনে তাকে খুশি করতে উপহার হিসেবে চকলেট দিতে পারেন।

বিভিন্ন ধরনের চকলেটের বক্স কিনতে পাওয়া যায় দোকানে। তবে শিশুদের জন্য চকলেট কিনতে ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানো চকলেট থেকে সাবধানে থাকবে। রঙ্গীন রেপিং চকলেটের বক্সটি মুড়িয়ে দিতে পারেন। এতে চকলেট বক্সটি দেখতে খুব সুন্দর লাগবে।

টিফিন বক্স ও হটপট

স্কুলে প্রতিদিন যেতে টিফিন বক্সের প্রয়োজন হয়। স্কুলে যাবার সময় খাবার বা নাস্তা টিফিন বক্সে করে স্কুলে নিয়ে যেতে পারে। টিফিন বক্স উপহার হিসেবে পেলে বাচ্চারা নিশ্চয়ই  খুশী হয়ে যাবে।

হটপটে সাধারণত খাবার গরম থাকে তাই বাচ্চাদের ছোট হটপট জন্মদিনে উপহার হিসেবে দিতে পারেন। বাজার থেকে হটপট কেনার সময় অবশ্যই হটপটের কোয়ালিটি ও ফুড গ্রেড কত সময় ও কেমন থাকবে তা বুঝে ভালো মানের একটি হটপট উপহার দিতে পারেন।

তবে মনে রাখবেন টিফিন বক্স বা হটপটটি যেন অবশ্যই ফুড গ্রেডের হয়।

স্কুল ব্যাগ

স্কুল ব্যাগটি বাচ্চাদের জন্য একটি প্রয়োজনীয় জিনিস। স্কুল ব্যাগটি শিশুদের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে দিতে পারেন। প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদের এটি কাজে লাগবে।

বাজারে পাওয়া যায় শিশুদের নানা উপযোগী বিভিন্ন রকমের ব্যাগ কোনটা পুতুল আঁকা, কোনটাতে গাড়ি,  কোনোটাতে কার্টুনের ছবি। বাচ্চাদের পছন্দ অনুযায়ী যেকোনো একটি ব্যাগ উপহার হিসেবে  কিনে দিতে পারেন।

রঙের বক্স

চিত্র অঙ্কন করার জন্য বাজারে বিভিন্ন রকমের রঙের বক্স পাওয়া যায়। এসব বক্সে  অনেক ধরনের অনেক কালারের রং থাকে যা দিয়ে বিভিন্ন রকমের ছবি আঁকা যায়।

এসব রং দিয়ে বাচ্চারা তাদের খেয়াল খুশি মত বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারে। যেটি তাদের জন্য শিক্ষামূলক একটি বিনোদন। বাচ্চাদের জন্মদিনে এ ধরণের রঙের বক্স উপহার পেয়ে তারা নিশ্চই খুব খুশি হবে।

মগ

শিশুদের জন্য দোকানে নানা ডিজাইনের মগ পাওয়া যায়। মগের গায়ে বিভিন্ন রকমের ছবি প্রিন্ট করে উপহার  হিসেবে দিতে পারেন। শিশুরা মগে করে পানি, দুধ, জুস ইত্যাদি খেতে পারবে। মগ বড়দের, ছোটদের যে কোনো ব্যক্তির জন্য উপহার  হিসেবে দিতে পারেন। দোকান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি মগ কিনে উপহার  হিসেবে দিতে পারবেন।

বার্বি ডল 

মেয়ে শিশুদের জন্মদিনে বার্বি ডল উপহার হিসেবে দিতে পারেন। মেয়ে শিশুরা এই পুতুলগুলো ভীষণভাবে পছন্দ করে থাকে। আপনার পছন্দ অনুযায়ী যেকোনো বার্বি ডল  কিনে দেন। ছেলে শিশুরা বার্বি ডল তেমন একটা পছন্দ করে না তাই ছেলে শিশুদের এই উপহার না দেওয়াই ভালো। 

টেডি বিয়ার (Teddy bear)

শিশুদের পছন্দের একটি খেলনা হল টেডি। বাজারে বিভিন্ন রকমের ছোট, বড়, মাজারি আকারের টেডি পাওয়া যায়। সাধারণত টেডি ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পছন্দ করে থাকে। বড় শিশুদের টেডি  দেওয়া যেতে পারে।তাই শিশুদের খুশি করার জন্য শিশুদের জন্মদিনে টেডি উপহার দিতে পারেন।

রঙ্গিন বই

বাচ্চাদের জন্মদিনে বিভিন্ন রকমের কালারফুল বই উপহার দিতে পারেন। গল্পের বই, কবিতার বই, বিভিন্ন রকমের ছড়ার বই, মাছ, ফুল, পশুপাখি নিয়ে বাজারে বিভিন্ন রকমের বই পাওয়া যায়।

এসব বই দেখে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। যেমন কোন পশু, পাখির কি নাম তারা এগুলো চিনতে পারে অনেকগুলা মাছের ছবি ও নাম আছে তা দেখে শিখতে পারে। ফুলের ছবি ও  ফুলের নাম দেখে সেগুলো শিখতে পারে এবং তারা এগুলো উপভোগ করতে পারে।

জামা-কাপড়

ছোট বাচ্চাদের জন্মদিনে বিভিন্ন রকমের পোশাক উপহার দিতে পারেন। বাজারে ছোট পায়জামা পাঞ্জাবি, গেঞ্জি সেট, শার্ট প্যান্ট, মেয়েদের বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যায়।

জ্যামিতি বক্স

স্কুলের গণিত করার জন্য জ্যামিতি বক্স এটি খুবই  গুরুত্বপূর্ণ। গণিত বইয়ের জ্যামিতির চাপটার থেকে জ্যামিতির চিত্র গুলো আঁকার জন্য জ্যামিতি বক প্রয়োজন। বাজারে ভালো মানের জ্যামিতি বক্স পাওয়া যায়। এই জ্যামিতি বক্স বাচ্চাদের জন্মদিনে উপহার দিতে পারেন।

খেলনা গাড়ি, প্লেন ও রোবট

বেশিরভাগ শিশুরাই খেলনার গাড়ি প্লেন ইত্যাদি পছন্দ করে থাকে। ৪-৬ বছরের বাচ্চাদের জন্মদিনের উপহার হিসেবে রিমোট কন্ট্রোলড খেলনা গাড়ি, প্লেন বা রোবট গিফট দিতে পারেন।

খেলনার দোকানে বিভিন্ন রকমের খেলনার গাড়ি, প্লেন এবং রোবট টাইপের জিনিস কিনতে পাওয়া যায়। বাচ্চাদের জন্য তার পছন্দের যেমন মোটরসাইকেল, জিপ গাড়ি, কার, সাইকেল, বিমান, হেলিকপ্টার, রেলগাড়ি ইত্যাদি খেলনা গাড়ি দোকান থেকে কিনে উপহার হিসেবে দিতে পারেন।

আরও গিফট আইডিয়া

শেষ কথা

বাচ্চারা তাদের জন্মদিনে যে কোন উপহার পেলে খুবই খুশি হয়। বিভিন্ন রকমের উপহার দিয়ে বাচ্চাদের খুশি রাখা যায়। খেলনা জাতীয় জিনিস পেলে বাচ্চারা বেশি খুশি হয়। বিভিন্ন রকমের বই,কলম,উপহার দিলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে।

Similar Posts

মন্তব্য করুন