আলমারি থেকে তেলাপোকা দূর করার কার্যকরী উপায়

আলমারি থেকে বিরক্তিকর তেলাপোকা দূর করার সহজ ও কার্যকরী উপায় জানুন। এবার নিশ্চই বন্ধ করতে পারবেন তেলাপোকাসহ পোকা-মাকড়ের উৎপাত।

তেলাপোকা ঘরের বিভিন্ন জায়গায় বিশেষ করে আলমারি, ক্যাবিনেট বা ফার্নিচারের ফাঁকে লুকিয়ে থাকে। এরা বিভিন্ন রোগ জীবাণু বহন করে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

আলমারি থেকে তেলাপোকা দূর করা একটি চ্যালেঞ্জিং কাজ। কিন্তু সহজ কিছু ট্রিক ফলো করে এবং কিছ ঘরোয়া উপকরণ দিয়েই আলমারিতে তেলাপোকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

এই ব্লগে আমরা আলমারি থেকে তেলাপোকা দূর করার কার্যকরী সমাধান নিয়ে আলোচনা করবো। যা তেলাপোকার সমস্যার স্থায়ী সমাধান দেবে।

তেলাপোকা দূর করার উপায় জানার আগে জানা উচিত তেলাপোকা কেন হয়।

তেলাপোকা কেন হয়?

অন্ধকার, স্যাঁতসেঁতে ও উষ্ণ পরিবেশ তেলাপোকার আদর্শ আশ্রয়। আলমারির কোণায়, কাপড়ের ভাঁজে কিংবা ছোট ছিদ্র-ফাটলে সহজেই বাসা বাঁধে। তাই আলমারি পরিষ্কার রাখা জরুরি, না হলে তেলাপোকার উৎপাত কমানো কঠিন।

ঘরবাড়ি পরিষ্কার রাখলে তেলাপোকার উপদ্রব এমনিতেই কম হবে। বিশেষ করে রাতে খাওয়ার পর থালা ধুয়ে রাখুন। এতে তেলাপোকার যন্ত্রণা অনেক কমে যাবে। প্রতি সপ্তাহেই ঘরের কোণ পরিষ্কার করুন। এতে তেলাপোকার যন্ত্রণাও কমে যাবে।

আলমারি থেকে তেলাপোকা দূর করার উপায়

আলমারি থেকে তেলাপোকা দূর করতে আলমারি পরিষ্কার রাখুন, আলমারির ফাটল বন্ধ করুন, রোদে দিন এবং আঠালো স্ট্রিপ, ন্যাপথলিন ব্যবহার করুন।

১. আলমারি পরিষ্কার রাখুন

তেলাপোকা সাধারণত খাবারের গন্ধ, স্যাঁতসেঁতে জায়গার প্রতি আকৃষ্ট হয়। তাই প্রথমে নিশ্চিত করতে হবে যে, আলমারির ভেতর শুকনো খাবারের টুকরো বা প্যাকেট রাখা নেই। নিয়মিত শুকনো কাপড় দিয়ে মুছলে তেলাপোকা বাসা বাঁধতে পারবে না। মাঝে মাঝে জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে আলমারি মুছে নিলে আরো ভালো ফল পাওয়া যায়।

২. আলমারির গর্ত ও ফাটল বন্ধ করুন

প্রথমে, আলমারি পুরো ফাঁকা করে ঝেড়ে মুছে সাফ করুন। আলমারির ফাঁক ফোকর বন্ধ করুন। 

তেলাপোকা সাধারণত ছোট গর্ত বা ফাটলের মধ্যে লুকিয়ে থাকে এবং সেখানে ডিম পাড়ে। তাই আলমারির যেসব স্থানে ফাটল বা গর্ত আছে, তা গাম দিয়ে বন্ধ করে দিন।

আলমারি ব্যবহার শেষ হয়ে গেলে তাড়াতাড়ি আলমারির দরজা বন্ধ করে দিতে হবে। সামান্যতম ফাঁক থাকলেও তেলাপোকা ঢুকে পড়তে পারে।

৩. রোদ ও বাতাস লাগানো

মাঝে মধ্যে আলমারির তাক ও ড্রয়ার খুলে রোদে দিন। রোদে তেলাপোকার ডিম নষ্ট হয়ে যায় এবং তেলাপোকাও পালিয়ে যায়। তবে আলমারি সরাসরি রোদে দেয়া উচিত হবে না, রোদের আলো আলমারির রং ও বার্নিশের ক্ষতি করে।

৪. তেজপাতা ও লবঙ্গ

তেলাপোকা লবঙ্গ ও তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। কয়েকটি লবঙ্গ বা কিছু শুকনো তেজপাতা আলমারির কোণায় রাখুন, দেখবেন তেলাপোকার উৎপাত কমে যাবে।

৫. আঠালো স্ট্রিপ

তেলাপোকা ধরার জন্য আঠালো স্ট্রিপ একটি কার্যকর এবং নিরাপদ সমাধান। এগুলোর উপর বিশেষ আঠালো পদার্থ থাকে, যা তেলাপোকাকে আটকে ফেলে। এটি বিষমুক্ত, তাই বাড়িতে নিরাপদে ব্যবহার করা যায়।

৬. পিপারমিন্ট তেল

পিপারমিন্ট তেলের তীব্র গন্ধ তেলাপোকাকে দূরে রাখে। তাই, পানির সঙ্গে পিপারমিন্ট তেল মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন, আর তেলাপোকা দেখলেই স্প্রে করুন।

ঘরোয়া পদ্ধতি এবং প্রাকৃতিক উপায়গুলো অনুসরণ করে সহজেই তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক পদ্ধতি অবলম্বন করলে তেলাপোকার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায়।

তেলাপোকা মারার ঔষধ

তেলাপোকা মারার ঔষধ বিভিন্ন ধরনের পাওয়া যায়। প্রয়োজন ও ব্যবহারের সুবিধার উপর নির্ভর করে আপনি উপযুক্ত ধরনের ওষুধ বেছে নিতে পারেন।

তেলাপোকা মারার পাউডার

  • ম্যাজিক গোল্ড ইনসেক্ট পাওয়ার (Magic Gold Insect Power): ৮০ গ্রাম পাউডারের দাম ৪৯ টাকা।
  • ফিনিশ ইনসেক্ট পাওয়ার (Finish Insect Power): ১০০ গ্রাম পাউডারের দাম ৪৫ টাকা।

যেখানে তেলাপোকা বসবাস করে সেই সব জাগায় বিশেষ করে রান্না ঘর, স্টোর, আসবাবপত্র পাত্রের পিছনে রাত্রে পাউডার ছিটিয়ে রাখুন। পরের দিন সকালে পরিস্কার করুন। এভাবে পর পর তিন দিন ব্যবহার করুন।

তেলাপোকা মারার স্প্রে

এটি সরাসরি তেলাপোকার ওপর স্প্রে করলে দ্রুত মারা যায়। রান্নাঘর, বাথরুম ও ফাটলের মধ্যে স্প্রে করা ভালো। এটি আলমারিতে স্প্রে করা যাবে না। 

  • রেড হিট (তেলাপোকা) (Red Hit Cockroach Killer): ২০০ মিলি লিটারের দাম ১৯০ টাকা।
  • ব্ল্যাক হিট অ্যারোসল (Black Hit Aerosol): ৮০০ মিলি লিটারের দাম ৫৫০ টাকা।

তেলাপোকা মারার ঔষধ ব্যবহারের সময় শিশুদের এবং পোষা প্রাণীদের নাগালের বাইরে রাখুন।

কীভাবে তেলাপোকা আক্রমণ থেকে রক্ষা পাবেন

তেলাপোকা দূরে রাখতে কিছু কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। 

  • ব্যবহারের পরপরই থালা-বাসন ধুয়ে ফেলুন এবং সিঙ্কে রাতভর ফেলে রাখবেন না। নিয়মিতভাবে আবর্জনা পরিষ্কার করুন এবং শক্তভাবে ঢেকে রাখুন যাতে পোকামাকড় আকৃষ্ট না হয়।
  • রান্নাঘর ও খাবার জায়গা পরিষ্কার রাখা জরুরি, তাই খাবারের টুকরো পড়ে থাকলে দ্রুত পরিষ্কার করুন। 
  • পানির লিকেজ মেরামত করুন, কারণ তেলাপোকা আর্দ্র পরিবেশে সহজে বংশবৃদ্ধি করে। 
  • দরজা-জানালার ফাটল বন্ধ করে সম্ভাব্য প্রবেশপথ রোধ করুন। 
  • ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখুন এবং অতিরিক্ত জঞ্জাল জমতে দেবেন না, যাতে তেলাপোকার লুকানোর জায়গা কমে যায়।

আশা করি, আলমারি থেকে তেলাপোকা দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। কিছু সহজ এবং সাধারণ নিয়ম অনুসরণ করলে আলমারি থেকে তেলাপোকা দূর করা সম্ভব।

Similar Posts

Leave a Reply