স্পাইডার প্লান্টের পাতা শুকিয়ে গেলে করণীয়: সহজ সমাধান ও টিপস

টবে লাগানো স্পাইডার প্লান্টের পাতা শুকিয়ে গেছে? চিন্তার কোন কারণ নেই। এই টিপস অনুসরণ করে আবার তরতাজা ও সবুজ করে তুলুন স্পাইডার প্লান্ট।

শুকিয়ে যাওয়া স্পাইডার প্লান্টের পাতা

টবে লাগানো স্পাইডার প্লান্টের পাতা শুকিয়ে গেছে? চিন্তার কোন কারণ নেই। এই টিপস অনুসরণ করে আবার তরতাজা ও সবুজ করে তুলুন স্পাইডার প্লান্ট।

ইনডোর প্লান্ট হিসেবে স্পাইডার প্লান্ট প্রায় সকলেরই পছন্দের একটি গাছ। এই গাছের বিভিন্ন সমস্যার মধ্যে একটা হচ্ছে পাতা শুকিয়ে যাওয়া বা পাতা বিবর্ণ হয়ে যাওয়া। আজকের ব্লগে আমরা জানবো কেন আপনার স্পাইডার প্লান্টের পাতা শুকিয়ে যায় এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায়।

স্পাইডার প্লান্টের পাতা শুকিয়ে যাওয়ার কারণসমূহ

  • টিউবারের অতিরিক্ত বৃদ্ধি: স্পাইডার গাছের শিকড়ে কিছু টিউবের মত থাকে যেগুলোকে টিউবার বলে যেগুলো গাছের জন্য পানি ও পুষ্টি সঞ্চয় করে রাখে। যখন এই টিউবার গুলো অনেক বেড়ে যায় এবং টবের মধ্যে এগুলোর জায়গা সংকুলান না হলে গাছ নতুন পাতা ও শাখা তৈরি বন্ধ করে দেয়।
  • অতিরিক্ত পানি: অতিরিক্ত পানির কারণে, গাছের শিকড় ও টিউবার পঁচে নষ্ট হয়েও গাছের পাতা শুকিয়ে যেতে পারে।
  • পর্যাপ্ত পানি না দেওয়া: পানির অভাবে, গাছ দুর্বল হয়ে মারা যেতে পারে।
  • তীব্র সূর্যালোক: সরাসরি সূর্যের আলো স্পাইডার প্লান্টের জন্য ক্ষতিকর। সরাসরি সূর্যের কড়া রোদের কারণেও পাতা শুকিয়ে যেতে পারে।
  • অতিরিক্ত রাসায়নিক সার: এই গাছে অতিরিক্ত সার দেয়ার কারণেও গাছ মারা গিয়ে পাতা শুকিয়ে যেতে পারে।

আপনার জন্য একটি প্রশ্ন: আপনার স্পাইডার প্লান্টের পাতা শুকিয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন? কমেন্টে (হ্যাঁ) অথবা (না) লিখে জানান।

স্পাইডার প্লান্টের পাতা শুকিয়ে গেলে যা করবেন

স্পাইটার প্লান্টের টিউবার বেড়ে যাওয়া, অতিরিক্ত পানি বা সার প্রয়োগ, প্রখর রোদের কারণে পাতা শুকিয়ে যেতে পারে। এজন্য প্রথমে টব থেকে গাছটি বের করে, শিকড় ও টিউবার পরীক্ষা করে নিশ্চিত হতে হবে কেন গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। তারপর সেই অনুযায়ী সমাধানমূলক পদক্ষেপগুলো নিন।

১. বড় টবে স্থানান্তর করুন

টবে স্পাইডার প্লান্টের টিউবার অতিরিক্ত বেড়ে গেলে অর্থাৎ টবে স্থান সংকুলান না হলে, তা পাতার উপর প্রভাব ফেলে। টিউবারের অতিরিক্ত বৃদ্ধির ফলে টব ফেটে যেতে পারে গাছের পাতা শুকিয়ে যেতে পারে। তাই, টব পরীক্ষা করে দেখে বড় টবে গাছটি স্থানান্তর করুন।

স্পাইডার প্লান্টের ফেটে যাওয়া টব
স্পাইডার প্লান্টের ফেটে যাওয়া টব

স্পাইডার প্ল্যান্ট সময় মত টব পরিবর্তন (Repotting) করতে হয়। টবে গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে শিকড়ের চারপাশে আরও ১ থেকে ২ ইঞ্চি জায়গা যেন খালি থাকে।

টবের সঠিক মাপ নির্বাচন করা জরুরি। টিউবারের সংখ্যা অনুযায়ী টবের মাপ ঠিক করতে হবে। টিউবারের চারিদিকে বৃদ্ধি পাওয়ার জায়গা থাকা উচিত।

স্পাইডার প্লান্টের টিউবার অতিরিক্ত বৃদ্ধি
স্পাইডার প্লান্টের টিউবার অতিরিক্ত বৃদ্ধি

২. টিউবার ছেঁটে ফেলুন

যদি বড় টবে লাগাতে না পারেন, গাছটি টব থেকে বের করে শুকিয়ে যাওয়া কান্ডগুলো ফেলে দিন এবং কিছু অতিরিক্ত টিউবার ছেটে ছোট করে আবার টবে লাগান।

অথবা যদি মনে করেন টবের সাইজের তুলনায় শিকড় বা টিউবার অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কিছু কান্ড আলাদা করে কমিয়ে আবার টবে লাগাতে পারেন।

স্পাইডার প্লান্ট আলাদা করা হচ্ছে
স্পাইডার প্লান্ট আলাদা করা হচ্ছে

৩. উপযুক্ত মাটি ও পানি নিষ্কাশন ব্যবস্থা রাখুন

স্পাইডার প্লান্টের মাটি এমন হওয়া উচিত যেন পানি ভালোভাবে ড্রেইন হয়ে যায়। মাটির সাথে বালি এবং গোবর বা ভার্মি কম্পোস্ট সমান অনুপাতে মিশিয়ে টবের জন্য মাটি তৈরি করুন।

টবে কখনই অতিরিক্ত পানি দিবেন না। আবার অতিরিক্ত পানি হলে যেন তা বেরিয়ে যায় এজন্য টবের নিচে পর্যাপ্ত ফুটো রাখতে হবে।

স্পাইডার প্লান্টের পরিচর্যা নিয়ে আরও বিস্তারিত জানতে এই ব্লগটি পড়তে পারেন – স্পাইডার প্লান্ট এর যত্ন

৪. নিয়মিত গাছে পানি দিন

পানির অভাবেও স্পাইডার প্লান্টের পাতা শুকিয়ে গাছ মারা যেতে পারে। তাই সপ্তাহে ২/৩ বার নিয়ম করে টবে পানি দিতে হবে। পানি বেশি দেয়ার প্রয়োজন নাই, পরিমিত পানি দিয়ে মাটি একটু ভিজতে দিলেই চলবে। টিউবার কিছুটা পানি ধরে রাখে, তাই সেই অনুসারে পানি দিন।

৫. ছায়াযুক্ত আলোতে রাখুন

স্পাইডার প্লান্ট সরাসরি সূর্যের আলোতে না রেখে, ছায়াযুক্ত আলোতে রাখুন। সরাসরি সূর্যের আলোতে রাখলে পাতা শুকিয়ে যেতে পারে। শীতকালে সরাসরি সূর্যের আলোতে রাখা যেতে পারে, তবে গ্রীষ্মকালে সেমি শেডে রাখা উচিত।

টবের সঠিক মাপ নির্বাচন করা জরুরি। টিউবারের সংখ্যা অনুযায়ী টবের মাপ ঠিক করতে হবে। টিউবারের চারিদিকে বৃদ্ধি পাওয়ার জায়গা থাকা উচিত। যদি টিউবার বেড়ে যায়, টব থেকে গাছ বের করে কিছু অতিরিক্ত টিউবার ছেঁটে নিন।

শেষ কথা

স্পাইডার প্লান্টের পাতা শুকিয়ে গেলে, চিন্তিত না হয়ে উপরের বিষয়গুলো মাথায় রেখে সমাধান করুন। দেখবেন আপনার পছন্দের ইনডোর প্লান্ট আবার সবুজ ও সতেজ হয়ে উঠবে।

Indoor Plant ক্যাটাগরিতে আরও ব্লগ দেখুন এখানে ইনডোর প্লান্ট টিপস। ব্লগটি আপনার উপকারে লাগলে, অবশ্যই অন্যদের শেয়ার করে দিবেন।

Similar Posts

Leave a Reply