১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট আইডিয়া
বিয়ের অনুষ্ঠানে কি গিফট দিবেন ভাবছেন? দেখুন ১৫০০ টাকার মধ্যে বিয়ের গিফটের চমৎকার কিছু আইডিয়া। আশা করি এই গিফটগুলো হতে পারে একটি ভাল গিফট।
বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানে উপহার দেওয়া জন্য এমন একটা উপহার বেছে নেওয়া উচিত যা নবদম্পতিদের জন্য স্মরণীয় হবে এবং তাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য হবে। তবে তা খুঁজে পাওয়া সবসময় সহজ হয় না। এই ক্ষেত্রে আপনার বাজেটও কিছুটা সীমাবদ্ধতা তৈরি করে।
তাই আজকের এই ব্লগে ১৫০০ টাকার মধ্যে বিয়ের জন্য কিছু গিফটের আইডিয়া শেয়ার করছি। বিয়ের অনুষ্ঠানে উপহার দেওয়া হচ্ছে নবদম্পতিকে শুভকামনা জানানোর একটি উপায়।
বিয়ের গিফটে রান্নাঘরের জিনিসপত্র
বিয়েতে উপহার হিসেবে রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র দিতে পারেন। সাধারণত দেড় হাজার টাকা বাজেটের মধ্যে অনেকে ভালো মানের জিনিস পেতে পারেন। যেমন ওয়াটার হিটার, ফ্রাইং প্যান, প্রেসার কুকার, মিক্সার গ্রাইন্ডার, ডিনার সেট, জুস গ্লাস সেট ইত্যাদি উপহার দিতে পারেন। এই ধরনের উপহার ব্যবহারযোগ্য এবং আকর্ষণীয় হবে।
১. ডিনার সেট
সাধারণত ডিনার সেটের দাম একটু বেশি হয়। ৩২ পিস এর ডিনার সেট গুলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে হয় তবে। আমাদের বাজেট যেহেতু ১৫০০ টাকা সেক্ষেত্রে আমরা ডিনার সেটের ৬টি প্লেট দিতে পারি। ডিনার সেটের ৬টি প্লেটের দাম ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে হয়ে থাকে।
২. ইলেকট্রিক গ্রাইন্ডার
ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিনের দাম অনেক বেশি। কিন্তু ছোট সাইজের একটি পোর্টেবল ইলেকট্রিক গ্রাইন্ডার এর দাম সাধারণত ৮০০ থেকে শুরু করে ১৩০০ পর্যন্ত হয়ে থাকে। তাই বিয়েতে গিফট হিসেবে ১৫০০ টাকার মধ্যে এই ধরনের মেশিন দেওয়া যেতে পারে।
৩. গ্লাস সেট
বিভিন্ন ধরনের কাচের জুস গ্লাসের সেট নিতে পারেন। সাধারণত গ্লাসের ডিজাইনের অনুসারে দামের তারতম্য হয়ে থাকে। তবে গ্লাস সেটের দাম ৭৫০ থেকে শুরু হয়। এরপরে দাম অনুযায়ী বিভিন্ন মানের গ্লাস সেট পেয়ে যাবেন।
৪. প্রেসার কুকার
বিয়েতে উপহার হিসেবে প্রেসার কুকার দিতে পারেন। এটি রান্নার জন্য অনেক কাজে আসবে। ১৫০০ টাকার মধ্যে আপনি অনায়াসে ভালো মানের প্রেসার কুকার পেয়ে যাবেন।
বিয়ের উপহারে নিত্য প্রয়োজনীয় জিনিস
দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস উপহার দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এমন জিনিস দিতে হবে যেগুলো মানের দিক থেকে ভালো হয় অর্থাৎ দামি হয় এবং টেকসই হয়।
১. কাঁসার ডাইনিং সেট
আমরা সকলেই জানি কাঁসার থালায় খাবার খাওয়া আমাদের জন্য অনেক উপকারী। কাঁসার থালা ব্যবহার করে মানুষ সারা জীবন খাবার খেতে পারবে। এটি এমন একটি উপহার হবে যা হবে একই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস, দীর্ঘস্থায়ী ও স্মরণীয়। আপনি চাইলে এই কাঁসার থালা, গ্লাস, বাটি যে কোন বাসন দিতে পারেন।
২. হ্যান্ড ব্যাগ
বিয়েতে একটা সুন্দর চামড়ার ব্যাগ উপহার দিতে পারেন। এটা হতে পারে কাধে নেওয়ার ব্যাগ অথবা হাতে ধরে বহন করার ব্যাগ। চামড়ার ব্যাগ দেখতে অনেক সুন্দর লাগে এবং দীর্ঘদিন টেকসই হয়। যদি কোন মেয়েকে উপহার দেয় চান তাহলে লেডিস ব্যাগ এবং ছেলেদের জন্য ভাল লেদারের Money Bag দিতে পারেন।
৩. প্রিন্টিং ম্যাজিক মগ
বর্তমানে ম্যাজিক প্রিন্টিং মগ একটি আকর্ষণীয় গেট হিসেবে বিবেচিত হয়। এ ধরনের মগে নবদম্পতির ছবি প্রিন্ট করে নিতে পারেন। আপনি নবদম্পতির কোনো একটি বিশেষ ছবি, তাদের নাম, বা কোনো বিশেষ তারিখ দিয়ে কফি মগটি কাস্টমাইজ করতে পারেন।
সাধারণত মগ গুলো দেখতে কালো হয়। কিন্তু মগে গরম পানীয় যেমন- চা বা কফি রাখলে মগে প্রিন্ট করা ছবি ফুটে উঠে।
আজকাল অনলাইনে এবং অনেক দোকানে প্রিন্টিং কফি মগ তৈরির সুবিধা পাওয়া যায়। আপনাকে শুধু মাত্র আপনার পছন্দের ছবি বা লেখা দিতে হবে এবং তারা আপনার জন্য একটি সুন্দর কাস্টমাইজড কফি মগ তৈরি করে দেবে। এ মগ গুলোর দাম ৪৫০ থেকে ৫০০ টাকার মধ্যে হয়ে থাকে।
৪. বইয়ের সেট
বই মানুষকে জ্ঞান দেয়, অনুপ্রাণিত করে। একটি ভালো বইয়ের সেট একটি স্মরণীয় উপহার হতে পারে। ইসলামি জীবন-যাপন, বিবাহিত জীবন, ইতিহাস ইত্যাদি বিষয়ক বইয়ের সেট দিতে পারেন।
মোটিভেশনাল বই, পারসোনাল ডেভেলপমেন্ট বই ইত্যাদি একত্রিত করে একটি সেট তৈরি করতে পারেন।
৫. শাড়ি বা পাঞ্জাবি
বিয়েতে শাড়ি অথবা পাঞ্জাবি উপহার দিতে পারেন। ১৫০০ টাকার মধ্যে অনেক ভালো মানের শাড়ি বা পাঞ্জাবি পেতে পারেন। তবে ১৫০০ টাকার মধ্যে একসাথে দুইটি জিনিস কেনা সম্ভব না। এতে করে পোশাকের মান ঠিক থাকবে না। তাই এই টাকার মধ্যে আপনি যেকোনো একটি জিনিস উপহার দিতে পারবেন।
৬. শপিং কুপন
শপিং কুপন বা ভাউচার বিয়েতে উপহার দেওয়ার জন্য একটি দারুন জিনিস। বর ও কনে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে তারা কী কিনবে।
আপনি যতই ভালো করে ভেবে কোনো উপহার কিনুন না কেন, হতে পারে তাদের পছন্দ অন্য কিছু হবে। শপিং কুপন দিয়ে আপনি এই নিশ্চয়তা পাবেন যে আপনার উপহারটা তাদের পছন্দ হবে।
যখন কেউ নিজের পছন্দ মতো কোনো জিনিস কিনতে পারে, তখন তার সন্তুষ্টি অনেক বেশি হয়। বিভিন্ন দোকান ও ব্র্যান্ডের শপিং কুপন পাওয়া যায়। আপনার পছন্দের দোকানের কুপন বেছে নিতে পারেন।
৭. এক জোড়া ঘড়ি
আজকাল বাজারে নানা ধরনের কাপল ওয়াচ পাওয়া যায়। আপনি আপনার বাজেট অনুযায়ী যেকোনো ধরনের ঘড়ি বেছে নিতে পারেন। এই ধরনের সেটে ছেলে ও মেয়েদের জন্য একই ধরনের দুটি ঘড়ি থাকে।
বিয়ের গিফট হিসেবে ঘর সাজানোর জিনিস
বিয়ের পর নবদম্পতির ঘর যদি আপনার দেয়া উপহার দিয়ে সাজে তাহলে কেমন লাগবে? অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। তাই বিভিন্ন ধরনের ঘর সাজানোর উপকরণ দিতে পারেন। যা একই সাথে তাদের ঘর ও সাজিয়ে তুলবে এবং তাদের কাজেও আসবে।
১. দেয়াল ঘড়ি
নতুন সংসার শুরু করছে এমন একটা সময়, ঘড়ি তাদের জন্য খুবই কাজে লাগবে। তাদের বাড়ির দেয়ালে আপনার উপহার দেওয়া ঘড়ি টিকটিক করে চলবে আর আপনার কথা মনে করিয়ে দিবে।
আপনি যে কোনো ভাল ব্রান্ডের দেয়াল ঘড়ি কিনতে পারেন। এগুলো সাধারণত এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায়।
২. ছবির ফ্রেম
একটি সুন্দর ছবির ফ্রেম বা অ্যালবাম হতে পারে একটি আকর্ষণীয় গিফট। প্রত্যেক ছবিই একটি স্মৃতির সাক্ষী। একটি সুন্দর ফ্রেমে সাজানো বা অ্যালবামে সাজানো ছবি তাদের সারাজীবন তাদের বিয়ের সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেবে। আপনি তাদের নাম বা বিয়ের তারিখ দিয়ে কাস্টমাইজড করে ফ্রেম বানিয়ে নিতে পারেন।
৩. শো পিস
শো পিস ঘরকে সুন্দর করে তোলে। বিভিন্ন ডিজাইনের শো পিস পাওয়া যায়, আপনার পছন্দমতো যে কোনো একটি বেছে নিতে পারেন। আপনার বাজেট যাই হোক না কেন, ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যেও ভালো মানের শো পিস পাওয়া যায়।
আশা করি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে বিয়েতে গিফট দেওয়ার জন্য অনেকগুলো আইডিয়া পেয়েছেন। এই আর্টিকেলের মধ্য দিয়ে আমরা দেখলাম যে, ১৫০০ টাকা বাজেটের মধ্যে থেকেও বিয়েতে গিফট দেওয়া সম্ভব।