কয়েন প্লান্ট এর উপকারিতা, লাগানোর নিয়ম ও যত্ন
কয়েন প্লান্ট বা Water pennywort এর জন্য পর্যাপ্ত পানি ও অল্প আলো ছাড়া তেমন কোন যত্নের প্রয়োজন হয়না। জানুন কয়েন প্লান্টের যত্ন ও উপকারিতা সম্পর্কে।
এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি কয়েন প্লান্ট বা পয়সা পাতা নিয়ে। ইনডোর প্লান্ট হিসেবে এটি একটি চমৎকার গাছ যেটা আপনার ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি করতে পারে।
বাংলাদেশে এই গাছটি খুব পরিচিত দেখতে অনেকটা থানকুনি পাতার মত তবে এর পাতা পুরোপুরি গোলাকার পয়সার মতো। তাই গাছটির নাম কয়েন প্লান্ট বা পয়সা পাতা গাছ নামে পরিচিতি পেয়েছে।
কয়েন প্ল্যান্ট গাছ Water pennywort নামে পরিচিত। কিন্তু অনেকে ২ গাছের পাতা দেখতে প্রায় একই রকম হওয়ার কারণে Chinese Money Plant গাছকেও Coin Plant বলে থাকে। মূলত Water Pennywort কয়েন প্লান্ট হিসেবে বেশি গ্রহণযোগ্য।
কয়েন্ট প্লান্ট দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি কম যত্নেই গাছটি রক্ষণাবেক্ষণ করা যায়। কয়েন প্ল্যান্টের ১টি ডাল টবে লাগালে এটি আবার দ্রুত বড় হয়ে যায়।
এই ব্লগে কয়েন প্লান্ট লাগানোর নিয়ম, এর যত্ন ও উপকারিতা নিয়ে কিছু তথ্য জানাব। আশা করি আপনার কাজে লাগবে।
কয়েন প্লান্ট এর উপকারিতা
কয়েন প্লান্টের বিশেষ কোন উপকারিতা নাই। তবে ইনডোর প্লান্ট হিসেবে কয়েন প্লান্টের যেসব উপকারিতা রয়েছে এগুলো হলো।
- এই গাছের রয়েছে ঔষধি গুন।
- এই গাছের পাতা ঘা বা ক্ষত নিরাময়ের ব্যবহার করা হয়।
- এই গাছটি ড্রয়িং রুম বা বারান্দায় সাজানোর জন্য বাস শোভাবর্ধক গাছ হিসেবে ব্যবহার করা হয়।
কয়েন প্লান্ট লাগানোর নিয়ম
কয়েন প্লান্ট গাছগুলো সরাসরি পরিষ্কার পানির টবে, একুরিয়াম, ফিস ট্যাংক অথবা মাটিতে লাগাতে পারবেন। যদি সরাসরি পানিতে লাগাতে চান, স্বচ্ছ কোন টবে পরিষ্কার পানিতে লাগাতে হবে।
কয়েন প্লান্ট লাগানোর নিয়ম:
- মাটি সংগ্রহ করুন: কয়েন প্ল্যান্টের জন্য কাদামাটি সবচেয়ে ভাল। মাটিতে সামান্য বালি বা কোকোপিট মেশালে ভালো হবে যাতে কিছুটা পানি ধরে রাখে।
- উপযুক্ত পাত্র বাছাই: ছোট বা মাঝারি সাইজের টব বা পাত্র ব্যবহার করুন, এবং টবের নিচের দিকে যেন ছিদ্র থাকে যাতে অতিরিক্ত পানি সহজে বের হয়ে যেতে পারে।
- পরিমিত ও নিয়মিত পানি দিন: কয়েন প্লান্টে সবসময় পানি প্রয়োজন হয়। যদি মাটিতে গাছ লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে নিয়মিত পানি দিতে হবে।
- আলো ও তাপমাত্রা: সরাসরি সূর্যের আলোতে না রেখে আলোযুক্ত জায়গায় রাখুন। গাছটি ছায়া বা অল্প আলোতে খুব ভাল বৃদ্ধি পায়।
- সার প্রয়োগ: এই কাছে কোন সার দেয়ার প্রয়োজন হয় না।
কয়েন প্লান্টের যত্ন
কয়েন প্লান্টের যত্নে নিয়মিতভাবে পরিমিত পানি দেয়া জরুরী। তাছাড়া, দিনের বেলায় গাছে মোটামুটি কয়েকঘন্টা সূর্যের আলো পায় এমন জায়গায় রাখতে হবে। কয়েন প্লান্ট অন্য গাছের সাথে একসাথে রাখলে ভালো দেখায়। গাছটিকে মাঝে মাঝে ঘুরিয়ে দিন যাতে সব দিক থেকে সমান আলো পায়। গাছের পাতা পরিষ্কার রাখতে নিয়মিত পানির স্প্রে করে ধুয়ে দিন।
কয়েন প্লান্টের কিছু সমস্যা এবং সমাধান:
- পাতা হলুদ হয়ে যাওয়া: বেশি পানি দেওয়া বা পানির অভাব হলে এই সমস্যা হতে পারে। গাছের গোড়ায় পানি জমে থাকলে বা পানির পরিমাণ বেশি হলেগাছের পাতার হলুদ হয়ে যায় ও গাছ মারা যায়। তাই, পরিমিত এবং নিয়মিত পানি দিতে হবে।
- পাতা ঝরে যাওয়া: অতিরিক্ত শীতলতা বা তাপমাত্রার পরিবর্তন এই সমস্যার কারণ হতে পারে।
- পোকা মাকড়: কখনও কখনও পোকা মাকড় আক্রমণ করতে পারে। ইকো ফ্রেন্ডলি পোকা মারার ওষুধ ব্যবহার করতে পারেন।
কয়েন প্ল্যান্ট হিসেবে অনেকেই Chinese Money Plant কে মনে করে থাকেন। কিন্তু চাইনিজ মানি প্লান্টের পাতা দেখতে কিছুটা ভিন্ন।
Chinese Money Plant বা Pilea Peperomioides
চাইনিজ মানি প্লান্ট গাছের পাতা কিছুটা মোটা হয়। এগুলো অতিরিক্ত পানিতে লাগানো যায় না, তবে নিয়মিত এর মাটি আর্দ্র রাখতে হয়। আবার এগুলোতে অতিরিক্ত পানি হলে গাছা মারা যায়।
কয়েন প্লান্ট বা পয়সা পাতা গাছ (Water pennywort) রক্ষণাবেক্ষণ করা সহজ এবং এটি বিভিন্ন পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারে। বর্তমানে গাছটি জনপ্রিয় ইনডোর প্লান্টগুলোর মধ্যে একটি।
ইনডোর প্লান্ট নিয়ে আরও পড়ুন