স্পাইডার প্লান্ট এর যত্ন ও উপকারিতা

স্পাইডার প্ল্যান্ট এর জন্য উপযুক্ত আলো, আদ্রতা, পানি, সার ও পরিবেশ খুবই জরুরী। সবগুলো বিষয় ঠিকভাবে খেয়াল না রাখলে গাছ মারা যেতে পারে, তাই স্পাইডার প্লান্টের যত্ন নিয়ে ধারনা থাকা উচিত।

স্পাইডার প্লান্ট এর যত্ন

ইন্ডোর প্ল্যান্ট হিসেবে স্পাইডার প্লান্ট এর ব্যাপক চাহিদা রয়েছে। স্পাইডার প্লান্টের বিভিন্ন উপকারিতার কারণে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আজকাল প্রতিটি বাসা বাড়িতে এটির দেখা মিলে।

তবে স্পাইডার প্ল্যান্টের যত্ন সঠিকভাবে না নিলে এর উপকারিতা আপনি উপভোগ করতে পারবেন না। তাই এই ব্লগে আমরা স্পাইডার প্লান্ট কেয়ার নিয়ে বিভিন্ন টিপস এবং এ গাছের উপকারিতাও জানবো। 

স্পাইডার প্লান্ট

স্পাইডার প্লান্ট এর প্রায় ২০০ টিরও বেশি জাত রয়েছে। তবে ইন্ডোর প্লান্ট হিসেবে এর মাত্র কয়েকটি জাত ব্যবহৃত হয়। ভেরিগেটেড স্পাইডার প্লান্ট, বনি স্পাইডার প্লান্ট, গ্রীন স্পাইডার প্লান্ট এ জাতগুলো সাধারণত ইনডোর প্লান্ট হিসেবে বেশ পরিচিত।

স্পাইডার প্লান্ট এর উপকারিতা

স্পাইডার প্লান্ট বায়ু পরিশুদ্ধ করা, বিষাক্ত গ্যাস শোষণ, স্ট্রেস কমানো সহ আরো বিভিন্ন ধরনের উপকারিতা দিয়ে থাকে।

  • স্পাইডার প্ল্যান্ট বিষাক্ত গ্যাস শোষণ করতে পারে। বিশেষ করে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড শোষণ করতে পারে। তাই এটিকে রান্নাঘরেও রাখতে পারেন।
  • প্রায় ২০০ বর্গমিটার জায়গার বাতাস পরিশুদ্ধ করে তুলতে পারে একটা স্পাইডার প্ল্যান্ট । 
  • ঘরের ভেতর অক্সিজেনের আনাগোনা বাড়াতে স্পাইডার প্ল্যান্ট সাহায্য করে।
  • গবেষণা মতে, এই গাছটি কর্টিসল নামের এক ধরনের হরমোন কমাতে সাহায্য করে। কর্টিসল হরমোন স্ট্রেস বাড়ার জন্য দায়ী। ফলে স্পাইডার প্ল্যান্ট ঘরে থাকলে স্ট্রেস কমে।
  • এটি ঘরের পোষা প্রাণীদের জন্য নিরাপদ কেননা স্পাইডার প্ল্যান্ট কোন প্রকার  বিষক্রিয়ার সৃষ্টি করে না।

স্পাইডার প্লান্টের যত্ন যেভাবে নিবেন

স্পাইডার প্লান্টের যত্ন নিতে হলে ভালোভাবে মাটি তৈরি করতে হবে। এর সাথে স্পাইডার প্ল্যান্ট এর জন্য উপযুক্ত আলো, আদ্রতা, পানি, সার ও পরিবেশ খুবই জরুরী। সবগুলো বিষয় ঠিকভাবে খেয়াল না রাখলে গাছ মারা যেতে পারে, তাই স্পাইডার প্লান্টের যত্ন নিয়ে আপনার নিম্নোক্ত বিষয়ে ধারনা থাকা উচিত।

ঝুলন্ত টবে স্পাইডার প্লান্ট

১. স্পাইডার প্লান্টের জন্য মাটি তৈরি

স্পাইডার প্লান্ট প্রায় সব ধরনের মাটিতে বেড়ে উঠতে পারে। স্পাইডার প্লান্ট ঝুরঝুরে মাটিতে লাগাতে হয়। ঝুরঝুরে মাটি এই গাছের জন্য বেশি উপযুক্ত। কারণ এই ধরনের মাটিতে পানি সহজে নিষ্কাশিত হতে পারে।

স্পাইডার প্লান্ট এর জন্য নিম্নোক্ত উপকরণের অনুপাত অনুসারে মাটির মিশ্রণ তৈরি তৈরি করতে পারেন:

  • ৩০% বেলে দোয়াশ মাটি
  • ৩০% ককোপিট বা শুকনো নারেকেলের আঁশের গুড়া 
  • ২০% মোটা লাল বালি 
  • ২০% গোবর সার বা ভার্মি কম্পোস্ট এর মিশ্রণ

স্পাইডার প্লান্ট লাগানোর জন্য এই মাটির মিশ্রণ অপরিহার্য এমনটা নয়। 

২. পানি সেচ

  • স্পাইডার প্লান্টের  মাটি শুকনো মনে হলে সপ্তাহে ১ বা ২ বার পানি দিন ।
  • অতিরিক্ত পানি দিবেন না, কারণ অতিরিক্ত পানির ফলে মূলে পচন ধরতে পারে।
  • মাটিতে আপনার আঙুল ঢুকিয়ে দেখুন। যদি মাটি শুষ্ক মনে হয়, তাহলে পানি দিন।

৩. আলো

  • স্পাইডার প্লান্ট হালকা থেকে মাঝারি আলো পছন্দ করে। এটি কড়া রোদ সহ্য করতে  পারে না।
  • এমন জায়গায় রাখতে হবে যেন তা সকাল বা বিকালে দুই-এক ঘণ্টা মিষ্টি রোদ পায়। স্বচ্ছ কাচের জানলার অপর পাশে রাখতে পারেন।
  • আবার কম আলোতে গাছের বৃদ্ধি, সতেজতা কমে আসে। তাই সপ্তাহে এক দুই দিন গাছটিকে রোদে রাখতে পারেন। 

৪. সার প্রয়োগ

স্পাইডার প্লান্ট এর পাতার সজীবতা বৃদ্ধির জন্য ইপসম সল্ট (ম্যাগনেসিয়াম সালফেট) বেশ কার্যকর। 

প্রতি  ১৫ দিনে একবার ২ লিটার পানিতে  ১ চা চামচ ইপসম সল্ট মিশিয়ে স্প্রে করলে তা পাতার জন্য বেশ উপকারী হয়। এই পানি মাটিতে দিলে তা শেকড়ের বৃদ্ধিতে অনেক সহায়তা করে। 

৫. আর্দ্রতা

স্পাইডার প্লান্ট ট্রপিক্যাল প্লান্ট হওয়ায় গাছটি আর্দ্রতা বেশ পছন্দ করে। সেজন্য প্রতিদিন অন্তত একবার গাছে পানি স্প্রে করে দিলে পাতাগুলো বেশ সজীব থাকে। তাপমাত্রা বেশি থাকলে আরও বেশি স্প্রে করতে পারেন। 

স্পাইডার প্লান্ট এর দাম

আজকাল ছোট বড় প্রায় সকল নার্সারিতে স্পাইডার প্লান্ট পাওয়া যায়। তবে স্পাইডার প্লান্টের বিভিন্ন জাত, গাছের আকার ও  টবের ধরন অনুসারে দামের কিছুটা তারতম্য হয়ে থাকে।

স্পাইডার প্লান্ট এর দাম সাধারণত ১৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

স্পাইডার প্লান্ট এর সাধারণ রোগবালাই ও প্রতিকার

রোগ বা সমস্যাকারণপ্রতিকার
পাতা বাদামী হয়ে যাওয়াগ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়াগাছকে একেবারে ছায়ার মধ্যে নিয়ে আসুন
কীটপতঙ্গের আক্রমণস্পাইডার মাইটস, রুট মিলি ও মিলিবাগ; মিলিবাগ পাতার রস শুষে নিয়ে গাছ প্রাণহীন করে তোলে; রুট মিলি একইভাবে শেকড়ের শক্তি কমিয়ে দেয়।স্পাইডার মাইট এর আগমন হলে পানি দিয়ে পুরো গাছ ধুয়ে ফেলবেন। নিয়মিত গাছ পরীক্ষা করুন এবং কীটপতঙ্গ দেখা গেলে পোকা মাকড় নাশক ব্যবহার করুন।
মূল পচে যাওয়াঅতিরিক্ত পানি দেওয়ামাটি শুকিয়ে যাওয়ার পর পানি দিন। মাটির উপর এক ইঞ্চি শুকনো হবার পর পানি দিতে হবে। পচা মূল অপসারণ করুন এবং নতুন মাটিতে লাগান

স্পাইডার প্লান্ট এর শীত ঘুম

শীতকালে স্পাইডার প্লান্টের তেমন বৃদ্ধি হয় না। অন্যদিকে একটি দুটি করে পাতা মরে যেতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় সবগুলো গাছের পাতা মারা গেছে। আপাতদৃষ্টিতে সম্পূর্ণ গাছটি মারা গেছে ভাবলেও পরবর্তীতে আবার নতুন করে গাছটি গজিয়ে ওঠে।

এ আর্টিকেলটিতে স্পাইডার প্লান্ট এর যত্ন নেওয়ার পদ্ধতি  গুলো আলোচনা করেছি। আশা করি আপনারা উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে সহজে স্পাইডার প্ল্যান্ট এর যত্ন নিতে পারবেন।

স্পাইডার প্লান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

ইনডোর প্লান্ট নিয়ে আরও পড়ুন

Similar Posts

Leave a Reply