ফেলনা জিনিস দিয়ে ঘর সাজানোর চমৎকার আইডিয়া

ঘরের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ফেলে না দিয়ে সৃজনশীলতার ছোঁয়া দিয়েই তৈরি করা যায় ঘর সাজানোর নতুন নতুন জিনিস।

ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর আইডিয়া

ঘরকে নতুন করে সাজাতে চান কিন্তু বাজেট কম। চিন্তার কোন কারণ নেই। আপনার বাড়িতে থাকা ফেলনা জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করে আপনার ঘরকে নতুন রূপ দিতে পারেন।

আসুন জেনে নিই, ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর চমৎকার কিছু আইডিয়া।

১. ঔষধের খোসা দিয়ে ওয়ালমেট 

ট্যাবলেট বা ক্যাপসুল জাতীয় ঔষধের খোসা ফেলে না দিয়ে সেগুলো দিয়ে সুন্দর ওয়ালমেট বানিয়ে ফেলতে পারেন।

প্রথমে ভালোভাবে ট্যাবলেট এর খোসা গুলোকে কেটে নিতে হবে। এরপর বিভিন্ন রং করে দিতে হবে এবং পছন্দমতো ডিজাইনে ওয়ালমেট তৈরি করে নিতে পারেন।

২. পুরনো কাপড় দিয়ে নতুন করে ঘর সাজান

কুশন কভার: প্রায় সকলের বাড়িতে একটু ভালো বা দামি কাপড় থাকে। যেগুলো আমরা বেড়াতে যাওয়ার সময় ব্যবহার করি। কিন্তু অনেক বছরের পুরাতন হলে সেগুলো আর ব্যবহার করা নয় করা হয় না।

এই ধরনের কাপড় গুলো কেটে কেটে কুশন কভার বানাতে পারেন। যেমন- লিলেন বা ভালো ফেব্রিকের ওড়না, শাড়ি।

আরও পড়ুন:

টেবিল রানার: পুরনো স্কার্ফ বা টেবিল ক্লথ কেটে টেবিল রানার বানাতে পারেন। ডাইনিং টেবিলে খাবার পরিবেশনের সময় খাবার গুলো টেবিল এলোমেলোভাবে সাজিয়ে না রেখে টেবিল রানানের উপর সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়।

৩. বোতল দিয়ে ফুলদানি বানানো

অব্যবহৃত কাঁচের বোতলে বিভিন্ন ধরনের রং করতে পারেন এবং নকশা ফুটিয়ে তুলতে পারেন। অথবা কোন ডিজাইন করা রিবন বা ফিতা বোতলের গায়ে পেঁচিয়ে দিলেও দেখতে সুন্দর লাগবে এবং এটি হয়ে উঠবে একটি আকর্ষণীয় ফুলদানি।

তাছাড়া কাঁচের বোতল দিয়ে আরও বানাতে পারেন:

  • ল্যাম্প: কাঁচের বোতলে মোমবাতি রেখে ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারেন।
  • বোতল দিয়ে কলমদানি তৈরি: কাঁচের বোতল কেটে পেন্সিল স্ট্যান্ড, কলমদানি তৈরি করতে পারেন।

৪. পুরোনো ফ্রেমে নকশা

পুরানো ফ্রেমের বর্ডারে কাপড়, কাগজ, পুঁতি বা ছোট ছোট জিনিস সাজিয়ে ফ্রেমকে নতুনভাবে সাজাতে পারেন।

৫. আইসক্রিমের কাঠি দিয়ে ঘর

আইসক্রিমের কাঠি দিয়ে ছোট ছোট ঘর বা ফ্রেম বানাতে পারেন। এগুলো দিয়ে ঘর সাজালে অনেক ভালো লাগে।

৬. প্লাস্টিকের বোতল দিয়ে ঘর সাজানো

পুরাতন বোতলকে কেটে রং করে হ্যাঙ্গারের সাথে ঝুলিয়ে এবং ছোট ছোট ফুল দিয়ে সুন্দরভাবে সাজাতে পারেন। এতে করে ঘরের ছোটখাটো প্রয়োজনীয় জিনিস সহজে গুছিয়ে রাখতে পারবেন।

৭. শপিং ব্যাগ দিয়ে ফুল তৈরি

বর্তমানে শপিং ব্যাগের প্রচুর ব্যবহার হয় হচ্ছে। যার ফলে আমাদের সবার বাড়িতে শপিং ব্যাগ পাওয়া যাবে। কিন্তু এই শপিং ব্যাগগুলো আমরা প্রতিনিয়ত ফেলে দিচ্ছি । এই ব্যাগ গুলো দিয়ে সুন্দর সুন্দর ফুল বানিয়ে ঘর সাজানো সম্ভব।

শপিং ব্যাগ দিয়ে ফুল

৮. পলিথিন দিয়ে ফুল তৈরি 

রঙিন পলিথিন দিয়ে আকর্ষণীয় ফুল তৈরি করা যায়। তাই এখন থেকে রঙিন পলিথিন আর ফেলে দিবেন না।

৯. প্লাস্টিকের বোতল দিয়ে ফুল ও ফুলদানি তৈরি

প্লাস্টিকের বোতল কেটে অসাধারণ ফুল তৈরি করা যায়। প্লাস্টিকের বোতলের নিচের অংশকে ফুলদানি হিসেবে ব্যবহার করা যায়। সুন্দর নকশা বা রং দিয়ে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা যায়।

১০. ঘর সাজাতে ডিমের খোসা 

ডিমের অল্প অংশে একটু ছিদ্র করে আপনার ডিমের কুসুম এবং তরল অংশ বের করে ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর বিভিন্ন রং দিয়ে সুন্দর নকশা ফুটিয়ে তুলুন। একটি ঝুড়িতে বিভিন্ন রঙের নকশা করা ডিম গুলো রেখে দিলে অনেক ভালো লাগবে।

১১. অপ্রয়োজনীয় কাগজের ব্যবহার

বাড়িতে থাকা পুরাতন খবরের কাগজ, ম্যাগাজিন, প্যাকেজিং এর কাগজ কেটে সুন্দর সুন্দর ওয়াল আর্ট তৈরি করতে পারেন। এছাড়া পুরনো কাগজ দিয়ে সুন্দর কলমদানি বানিয়ে ফেলতে পারেন সেটা রং করে দিলে নতুনের মত দেখাবে।

১২. টিনের কৌটা দিয়ে ফুলদানি বা টব

টিনের কৌটায় বিভিন্ন রং দিয়ে নকশা ফুটিয়ে তুলুন। প্রয়োজনের একটি ফিতা দিয়ে সুন্দর ভাবে বেঁধে দিতে পারেন। এসব কৌটায় আপনার বিভিন্ন ইনডোর প্ল্যান্ট লাগিয়ে ঘর সাজাতে পারেন।

১৩. কাগজ দিয়ে ফুলদানি

একটি বেলুন ফুলিয়ে বেলুনের গায়ে ফেভিকল আঠা লাগিয়ে তার উপর টুকরো টুকরো করে কাটা কাগজ লাগিয়ে দিন। শুকিয়ে যাওয়ার পর বেলুনটিকে ফাটিয়ে দিতে হবে। এরপর একে রং করে ফুলদানি হিসেবে ব্যবহার করা যাবে।

ফেলনা জিনিস দিয়ে ঘর সাজানোর কিছু টিপস

  • আপনার ঘরের রং এবং সাজসজ্জার সাথে মানানসই জিনিসগুলো ব্যবহার করুন।
  • বিভিন্ন টেক্সচার এবং রঙের জিনিসগুলো একসাথে মিশিয়ে নতুন কিছু তৈরি করুন।
  • আপনার সৃজনশীলতা ব্যবহার করে নতুন নতুন আইডিয়া বের করুন।

মূলত ফেলনা জিনিস দিয়ে ঘর সাজানো একটি শৈল্পিক ব্যাপার। মানুষ তার চিন্তা ধারা অনুযায়ী একই জিনিসকে বিভিন্ন রকম রূপ দিতে পারে। তাই আপনার মধ্যে যে সৃজনশীলতা রয়েছে সেটিকে কাজে লাগান এবং জিনিস না ফেলে ব্যবহার করে ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন।

Similar Posts

Leave a Reply