ফ্রিজের দুর্গন্ধ দূর করার ৯ সহজ উপায়

ফ্রিজের ভেতর দুর্গন্ধ হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। তবে নিয়মিত পরিষ্কার রাখা ও কিছু টিপস অনুসরণ করে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে পারেন সহজে।

ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

ঘরোয়া উপকরণ দিয়েই ফ্রিজের দুর্গন্ধ দূর করা সম্ভব। দ্রুত ফ্রিজের দুর্গন্ধ দূর করা না হলে তা সকল খাবারের স্বাদ ও গন্ধে প্রভাব ফেলতে পারে। তাই ফ্রিজের দুর্গন্ধ দূর করার সঠিক ও কার্যকরী উপায় গুলো জেনে নেওয়া খুবই প্রয়োজন।

কিছু সহজ টিপস অনুসরণ করে আপনার রান্নাঘরের ফ্রিজ দূর্গন্ধমুক্ত রাখতে পারেন। আসুন দেখে নিই টিপসগুলো।

ফ্রিজের দুর্গন্ধ দূর করার উপায়

ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, লেবু, কফির গুঁড়া, টি ব্যাগ এই ঘরোয়া উপকরণগুলো অনেক ভালো কাজ করে।

১. নিয়মিত ফ্রিজ পরিষ্কার রাখা

ফ্রিজে রাখা বিভিন্ন ধরনের খাবারের গন্ধ থেকেই ফ্রিজের চেম্বারে দুর্গন্ধ তৈরি হয়। তাই কয়েকদিন পর পর চেম্বারে পড়ে থাকা খাবারের টুকরো, বা ময়লা থাকলে তা পরিষ্কার করুন।

ফ্রিজ পরিষ্কার করার নিয়ম হলো প্রথমে ফ্রিজে বৈদ্যুতিক লাইন আনপ্লাগ করে সব ট্রে খুলে নিতে হবে। এরপর ফ্রিজ পরিষ্কার করার জন্য হালকা গরমপানিতে Dish Washing Liquid মিশিয়ে নরম কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। ডিশ ওয়াশিং না থাকলে ভিনেগার বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন।

ফ্রিজের দুর্গন্ধ দূর করা জন্য ফ্রিজ পরিষ্কার করা
ফ্রিজের দুর্গন্ধ দূর করার জন্য ফ্রিজ পরিষ্কার করা

আরও পড়তে পারেন:

২. বেকিং সোডা

বেকিং সোডা কে আমরা খাবার সোডা নামেও চিনি। তবে মনে রাখবেন ফ্রিজ পরিষ্কার জন্য আপনাকে বেকিং সোডা ব্যবহার করতে হবে। কোন ভাবেই বেকিং পাউডার ব্যবহার করবেন না। বেকিং সোডা এবং বেকিং পাউডার এক জিনিস নয়।

হালকা কুসুম গরম পানিতে অল্প পরিমাণে বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে ফ্রিজের ভেতরের অংশে স্প্রে করুন। এরপর সুতির নরম কাপড়ের সাহায্যে বেকিং সোডার মিশ্রণটি দিয়ে ফ্রিজ ভালোভাবে মুছে নিবেন।

এছাড়া স্বাভাবিক তাপমাত্রার পানিতে বেকিং সোডা একটি ছোট বাটিতে গুলে ফ্রিজের ভেতর রেখে দিতে পারেন। এতে করে বেকিং সোডা দুর্গন্ধ শোষণ করে নিবে।

৩. ভ্যানিলা এসেন্স

ভ্যানিলা এসেন্স এর উচ্চমাত্রার সুগন্ধি নিমিষেই দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। অল্প একটু তুলা নিয়ে সেটিতে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। অথবা ছোট কোন পিরিচে বা বাটিতে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে ফ্রিজে রাখতে পারেন।

আইসক্রিম বা কেক তৈরির জন্য ভ্যানিলা এসেন্স আমাদের প্রায় সকলের বাড়িতে থাকে। এটি বাজারে খুব সহজলভ্য। যেকোন বেকারির দোকানে পাওয়া যায়।

৪. খাবার ঢেকে রাখা

ফ্রিজে খাবার রাখার সময় সবচেয়ে ভাল হয়, এয়ার টাইট বক্সে রাখা। তা সম্ভব না হলে অন্তত, ভালভাবে ঢেকে খাবার ফ্রিজে রাখুন। এতে এক খাবারের গন্ধ অন্য খাবারের সাথে মিশবে না।

৫. কফির গুড়া

একটি ছোট বাটিতে কিছু পরিমাণ কফির গুড়া দিয়ে ফ্রিজে রেখে দিবেন লক্ষ্য করবেন ফ্রিজের গন্ধ দূর হবে।

৬. ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে সবচেয়ে  সহজলভ্য ও কার্যকরী উপাদান হচ্ছে লেবু। একটি লেবু কেটে বা রস করে নিয়ে একটি ছোট বাটিতে করে ফ্রিজে রেখে দিন। লেবু সুগন্ধে ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।

বাড়িতে যদি কমলা লেবু থাকে তাহলে কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করেও ফ্রিজের ফ্রিজের দুর্গন্ধ কমানো যায়।

৭. ব্যবহৃত টি ব্যাগ

টি ব্যাগ দিয়ে চা তৈরি করে টি ব্যাগটি না ফেলে দিয়ে একটি বাটিতে করে রেখে ফ্রিতে রেখে দিতে পারেন। এতে করেও দুর্গন্ধ কমবে। তবে মনে রাখবেন যে টি ব্যাগ ২ দিনের বেশি ফ্রিজে রাখা যাবে না।

৮. আলু

আলু দুর্গন্ধ শোষণকারী হিসেবে কাজ করে। একটি আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুক্রিয়া করে একটি বাটিতে করে ফ্রিজে রেখে দিতে পারেন। এতে, ফ্রিজের দুর্গন্ধ আলুর টুকরা শোষণ করে নিবে।

৯. কিছুক্ষণের জন্য ফ্রিজের দরজা খুলে রাখুন

ফ্রিজের দুর্গন্ধ বাইরে বের করতে এবং বাইরের ভালো বাতাস প্রবেশ করার জন্য ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজের দরজা খোলা রাখতে পারেন। এতে করে দুর্গন্ধ অনেকাংশে কমে যাবে।

ফ্রিজে দুর্গন্ধ হয় কেন

  • দীর্ঘদিন ধরে একই খাবার রাখা;
  • মেয়াদোত্তীর্ণ খাবার রাখা;
  • সঠিক তাপমাত্রায় ফ্রিজ না চালানো;
  • ফ্রিজে খাবার রাখা ও বের করার সময় পড়ে যাওয়া খাবারের অংশগুলো যথা সময় পরিষ্কার না করা 
  • ঢাকনা ব্যবহার করা ছাড়াই ফ্রিজে খাবার রাখা
  • ভালোভাবে ফ্রিজের দরজা না লাগানো
  • ফ্রিজে অতিরিক্ত খাবার রাখা 
  • কাঁচা সবজি এবং রান্না করা খাবার একসাথে রাখা
  • বাটা মসলা ঢাকনা দিয়ে না রাখা
  • ফ্রিজে ফেটে যাওয়া ডিম রাখা
  • মাছ বা মাংস ফ্রিজে রাখার সময় একটি মাত্র পলিথিন ব্যবহার করা।

তবে খেয়াল রাখবেন অনেক সময় ফ্রিজের ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গন্ধ দুর্গন্ধ আসতে পারে।  তাই কোন প্রকার দুর্গন্ধ হলে আগে বোঝার চেষ্টা করুন সেটি ফ্রিজের খাবার থেকে আসছে নাকি ফ্রিজের কোন যন্ত্রাংশে পুড়ে যাওয়ার গন্ধ।

আশা করি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে ফ্রিজের দুর্গন্ধ হওয়ার কারণ এবং ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায় গুলো সম্পর্কে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন।

Similar Posts

Leave a Reply