পিঁপড়া থেকে মুক্তি পান – ঘর থেকে পিঁপড়া তাড়ানোর ১০ উপায়

ঘরোয়া বিভিন্ন উপরকণ, যেমন তেজপাতা, ভিনেগার, লেবুর রস, চকের গুঁড়া সহ বিভিন্ন উপদান দিয়েই ঘর থেকে পিঁপড়া তাড়াতে পারেন।

পিঁপড়া তাড়ানোর উপায়

সাধারণত বিছানার কোথাও কোন খাবার পড়ে থাকলেই পিঁপড়া বিছানায় আক্রমন করবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এ সমস্যা বেশি দেখা যায়। বিছানায় পিঁপড়ার অসম্ভব জ্বালাতন সহ্য করা যায় না। পিঁপড়া কানে ও নাকে পর্যন্ত ঢুকে যায়।

কিন্তু অনেকেই পিঁপড়া মারার ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানেন না। তাই এই ব্লগে ঘর থেকে পিঁপড়া তাড়ানোর উপায় উপায় নিয়ে আলোচনা করব।

পিঁপড়া তাড়ানোর উপায়

পিঁপড়া তাড়াতে গোলমরিচ গুঁড়া, তেজপাতা, ভিনেগার, কমলালেবু, চক বিষ সবগুলোই খুব ভালো কাজ করে । নিচে পিঁপড়ে তাড়ানোর কয়েকটি উপায় উল্লেখ করা হলো-

১. গোলমরিচ 

১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এক কাপ গরম পানিতে মেশান। এই মিশ্রণটি স্প্রে করে দিন তাহলে  পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পাবেন।

২. তেজপাতা

তেজপাতার গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। তাই যে স্থানে পিঁপড়ার উপদ্রব বেশি সেখানে তেজপাতা রাখতে পারেন।

৩. ভিনেগার বা লেবুর রস

পিঁপড়া তাড়ানোর আরেকটি উপায় হচ্ছে ভিনেগার বা লেবু। একটি স্প্রে বোতলে সাদা ভিনেগার এবং কিছু পরিমাণ পানি নিন। এবার মিশ্রণটিকে পিঁপড়া যে স্থানে বেশি আসে সেখানে স্প্রে করতে পারেন। ভিনেগারে থাকা অ্যাসিটিক এসিড লাল পিঁপড়া তাড়ানোর জন্য খুব কাজে লাগে।

ভিনেগার না থাকলে তার পরিবর্তে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন। একটি লেবুর রস করে তার মধ্যে ১ টেবিল চামচ লবণ মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। যেখানে পিঁপড়ার উপদ্রব বেশি সেখানে স্প্রে করে দিন।

পিঁপড়া তাড়ানোর ওষুধ ভিনেগার
Image Credit: Yulia Panova/Getty Images

৪. পানির পাত্র

বিছানা, খাবার টেবিল বা মিটসেভের প্রতিটি পায়ার নিচে একটি করে পাত্র বসিয়ে পানি ঢেলে দিন। সেই পানি ডিঙিয়ে পিঁপড়া উপরে উঠে ক্ষতি করতে পারবে না।

আরও পড়তে পারেন:

৫. চকের গুঁড়ো

পিঁপড়া তাড়ানোর জন্য চকের গুঁড়া খুব ভালো কাজ করে। চকের গুঁড়া পানির সাথে মিশিয়ে দেয়ালে লাগাতে পারেন। এতে করে পিঁপড়া আসবে না। বিশেষ করে বিছানের যে পাশে দেওয়া রয়েছে সে দেওয়ালে দিতে পারেন।

৬. পিঁপড়া মারার ঔষধ

বিছানা অথবা খাবার টেবিলের পায়া গুলোতে গোল করে পিঁপড়া মারার ঔষধ দিতে পারেন। অথবা পিঁপড়ার চক বিষের মাধ্যমে দাগ কেটে দিন। এই দাগ অতিক্রম করে পিঁপড়া উপরে উঠতে পারবে না। পিপড়ার আক্রমণ ঠেকানোর জন্য ফিনিশ নামের চক বিষ খুব ভালো কাজ করে।

৭. ট্যালকাম পাউডার

যে জায়গা গুলোতে পিপড়ার আনাগোনা বেশি দেখা যায় সেখানে ট্যালকম পাউডার দিয়ে রাখতে পারেন। এটি  পিপড়ার আক্রমণ ঠেকাতে অনেকাংশে কার্যকর।

৮. কমলালেবু

পিঁপড়া টক ফলের খোসা এড়িয়ে চলে। যেখানে পিঁপড়ার পরিমাণ বেশি, সেখানে খোসাগুলো ফেলে রাখুন। তবে খোসাকে গুঁড়ো করে গরম পানির সাথে মিশিয়ে স্প্রে করলেও কাজ হবে।

৯. অ্যাডহেসিভ টেপ

আমরা যে কন্টেইনার গুলোতে খাবার রাখি সেগুলোতে অনেক সময় পিঁপড়া ঢুকে পড়ে। তাই কন্টেইনারের গায়ে গোল করে অ্যাডহেসিভ টেপ লাগিয়ে দিতে পারেন। এই ধরনের টেপে বেশি আঠা থাকায় পিঁপড়া এ আঠাকে অতিক্রম করতে পারবে না এবং টেপের সাথে আটকে যাবে।

এই একই পদ্ধতি আপনারা খাবার টেবিলের পায়া বা বিছানার পায়া গুলোতে ব্যবহার করতে পারেন।

১০. কর্পূর

কর্পূরের গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। অনেক সময় দেখা যায় পিঁপড়া বিছানার কাপড় কেটে দেয়। এক্ষেত্রে বিছানার তলায় কর্পূর রাখতে পারেন। যা বিছানাকে পিঁপড়া আক্রমণ থেকে রক্ষা করবে।

বিছানার পিঁপড়া তাড়ানোর উপায়

  • বিছানার চারটি পায়াতে চক বিষ দিয়ে গোল করে চারটি চক্র এঁকে দিন।
  • বিছানার তলায় কর্পূর রাখতে পারেন। যা বিছানাকে পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা করবে
  • বিছানার চাদর ও বালিশের কাভার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। 
  • বিছানার তোষক ভালো হবে ঝেড়ে রোদে শুকাতে দিন। 

তাহলে নতুন করে পিঁপড়া আর বিছানায় উঠতে পারবে না।

বিছানার পিঁপড়া তাড়াতে করতে প্রতিরোধমূলক পদক্ষেপ

  • বিছানায় বসে কোন খাবার খাবেন না
  • বিছানায় কোন খাবার পড়লে তৎক্ষণাৎ তা পরিষ্কার করে ফেলুন
  • দেয়াল থেকে বিছানাটা বিছানা দূরে রাখুন

কালো ও লাল পিঁপড়া তাড়ানোর উপায়

  • পুদিনা: পুদিনার পাতার তীব্র গন্ধ লাল পিঁপড়া পছন্দ করে না। পানিতে পুদিনার পাতা ফুটিয়ে তৈরি করা পানি পিঁপড়ার আনাগোনার স্থানেস্প্রে করে ব্যবহার করুন।
  • ভিনেগার বা লেবুর রস: ভিনেগার ও লেবুতে থাকা অ্যাসিটিক অ্যাসিড পিঁপড়াদের গন্ধ চিনতে বাধা দেয়। তাই, ভিনেগার বা লেবুর রস ও পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে পিঁপড়ার আনাগোনা যেখানে সেখানে ছিটিয়ে দিন।
  • লবণ: লবণ লাল পিঁপড়ার জন্য বিষাক্ত। পিঁপড়ার আনাগোনা যেখানে সেখানে লবণ ছিটিয়ে দিন।
  • মরিচের গুঁড়া: লাল মরিচের গুঁড়া তীব্র গন্ধ লাল পিঁপড়া সহ্য করতে পারে না। পিঁপড়ার আনাগোনা যেখাবে যেখানে বেশি সেখানে মরিচের গুঁড়া ছিটিয়ে দিন।

আশা করি আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা বিছানা থেকে পিঁপড়া তাড়ানোর উপায় জানতে পেরেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের ঘরোয়া টিপস এন্ড হ্যাকস জানতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

Similar Posts

Leave a Reply