রান্নাঘর থেকে মাছি তাড়ানোর কার্যকরি উপায়

রান্নাঘর থেকে মাছি তাড়ানোর উপায় হচ্ছে সবসময় রান্নাঘর ভালভাবে পরিষ্কার রাখা। এজন্য ডিস ওয়াশিং লিকুইড অথবা ডেটল বা স্যাভলন ও পানি মিশিয়ে যেখাবে মাছি বসে সেখানে স্প্রে করে পরিষ্কার করুন।

রান্নাঘর থেকে মাছি তাড়ানোর উপায়

বাড়িতে সব থেকে বেশি মাছির উৎপাত রান্না ঘরে। মাছি এমন একটি জীব যা নোংরা জিনিস বসে আবার ভাল খাবারেরও বসে । মাছি অস্বাস্থ্যকর নানা ধরনের রোগ জীবাণু বহন করে। তাই রান্নাঘর মাছি দূর করা খুব জরুরি। তবে মাছি তাড়ানোর উপায় অনেকের অজানা।

আজকের আর্টিকেলটিতে আমরা রান্নাঘর থেকে মাছি তাড়ানোর উপায়, মাছি মারার উপায় ও মাছি মারার ঔষধ সম্পর্কে জানাব।

মাছি তাড়ানোর জন্য মূলত ২ ধরণের উপায় রয়েছে, ঘরোয়া উপায় এবং রাসায়নিক উপায়।

  • মাছি তাড়ানোর ঘরোয়া উপায়
  • মাছি তাড়ানোর রাসায়নিক উপায়

মাছি তাড়ানোর ঘরোয়া উপায়

ঘরে থাকা অতি সাধারণ জিনিসের মাধ্যমে ঘরোয়া উপায়ে মাছি তাড়ানো সম্ভব। মাছি তাড়ানোর জন্য নিচের ঘরোয়া উপকরণগুলো ব্যবহার করতে পারেন।

১. ভিনেগার: রান্নাঘর মোছার পানিতে অল্প পরিমাণে ভিনেগার মিশিয়ে নিন। কিছু দিন পরপর এভাবে ঘর মুছলে মাছির উপদ্রব কমে যাবে।

২. লেবু, লবঙ্গ: লেবু অর্ধেক করে কেটে তার উপরে লবঙ্গ গেঁথে রান্নাঘরে রেখে দিন। মাছির আনাগোনা কমে যাবে।  

৩. পুদিনা পাতা: মাছি তাড়াতে পুদিনা পাতা খুব ভালো কাজ করে, বাগানে একটি পুদিনা পাতার গাছ থাকলে দেখবেন সেখানে মাছি কম আসে। তাই টবে একটি পুদিনা পাতার গাছ লাগিয়ে সেটি রান্নাঘরে রাখতে পারেন।

আরও পড়ুন:

৪. শসা: শসা মাছি তাড়াতে সাহায্য করে। কয়েক টুকরো শসা রান্নাঘরের জানলার পাশে রেখে দিন। দেখা যাবে রান্নাঘরে মাছির আনাগোনা অনেকটা কমে গেছে। 

৫. ফ্যান চালু রাখা: মাছি তাড়ানোর সবচেয়ে সহজ উপায় হল ফ্যান চালু রাখা। রান্নাঘরে মাছি আসলে ফ্যানটি চালু করে দিন। দেখবেন ফ্যানের বাতাসে মাছি বেশিক্ষণ থাকতে পারবে না।

৬. গোলমরিচ: একটি স্প্রে বোতলে পানি আর কিছু গোলমরিচের গুঁড়া নিন। খুব ভাল করে ঝাঁকিয়ে নিন। এরপর এটি দিয়ে রান্নাঘরের সব জায়গায় স্প্রে করে দেখবেন আপনার রান্নাঘরে মাছি আর আসছে না। 

৭. নিম পাতার ফুটানো পানি: নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে রান্নাঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে রান্নাঘর মুছলে দেখবেন মাছি আর থাকবে না।

৮. নিমের পাতা:  নিমের কয়েকটি ছোট ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। মাছির উপস্থিতি অনেক কমে যাবে।

৯. আপেল এবং লবঙ্গ: মাছি লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না। একটি বাটিতে আপেলের সাথে কয়েক টুকরা লবঙ্গ দিয়ে রান্নাঘরের জানলায় বা খাওয়ার ঘরের জানালার পাশে রেখে দিন।

১০. দারুচিনি: দারুচিনির গন্ধও মাছি পছন্দ করে না। কিছুটা দারুচিনি গুড়া করে জানালার সামনে একটি বর্ডারের মত করে দিতে পারেন। 

১১. প্রাকৃতিক ফাঁদ: প্রথমে একটি স্বচ্ছ কাচ বা প্লাস্টিকের বয়ামে অ্যাপল সিডার ভিনেগার অর্ধেকের কম পরিমাণে ঢালুন। কাচের বয়ামের মুখে কাগজের একটি ফানেল বসিয়ে দিন। ভিনেগারের ঘ্রাণে পেয়ে মাছি কাগজের ফানেলের ভেতরে এসে ঢুকবে। কিন্তু বের হতে পারবে না। মাছি ঢোকার সাথে সাথেই ভিনেগারে ডুবে মারা যাবে।

সাইডার ভিনেগার না থাকলে একটা ছোট বোলে হোয়াইট ভিনেগার এবং কয়েক ফোটা ডিশওয়াশিং লিকুইড দিয়ে ফাঁদ তৈরি করতে পারেন।

১২. পুদিনা ও তুলসী গাছ: রান্নাঘরে জানলার পাশে বা জানালার বাইরের দিকে পুদিনা, লেমনগ্রাস ও তুলসী গাছের ছোট ছোট টব রাখতে পারেন। এই গাছগুলো থাকলে মাছির উপদ্রব কমবে।

মাছি তাড়ানোর রাসায়নিক উপায়

বাজার থেকে কিনে আনা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করেও মাছি তাড়ানো যায়। যেমন:

১. ক্লিনিং এজেন্ট দিয়ে রান্নাঘর পরিষ্কার করুন

রান্নাঘরের বিভিন্ন স্থান ভালভাবে পরিষ্কার রাখলে মাছি আসবে না। অপরিষ্কার ও দুর্গন্ধ থাকলেই সেখানে মাছির উপদ্রব হয়। নিচের ক্লিনিং এজেন্ট দিয়ে রান্নাঘর পরিষ্কার করুন নিয়মিত।

  • ডিশওয়াশিং স্প্রে: একটি খালি স্প্রে বোতলের মধ্যে ৬-৭ ফোটা ডিশওয়াশিং সোপ এবং ২ কাপ গরম পানির দিয়ে ঝাঁকিয়ে নিন। এখন মাছি দেখলে এই স্প্রে ব্যবহার করুন।
  • ডেটল বা সেভলন: ডেটল বা সেভলন দিয়ে  ঘর মুছলে মাছি কম আসবে।
  • ফিনাইল: ফিনাইল হলো একটি তরল কীটনাশক বা জীবাণু নাশক রাসায়নিক। এটি পানির সাথে মিশিয়ে দিয়ে ঘর, বারান্দা পরিষ্কার করলে মাছি সহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব কমে যাবে।

২. Fly Paper – মাছি মারার আঠা

এটি এমন একটি গামযুক্ত কাগজের ফিতা যার মাধ্যমে খুব সহজে মাছি গুলো আটকা পরে এবং মেরে ফেলা সম্ভব হয়। বাজারে নামে মাছি ধরার টেপ পাওয়া যায়। এটিতে শক্তিশালী আঠা রয়েছে। এই আঠা এতটাই শক্তিশালী যে এখানে মাছি ও পোকা আসা মাত্রই আটকে যায়।

মাছি মারার সহজ উপায় হচ্ছে Fly Paper ব্যবহার করা। এই টেপটিতে মাছিকে আকর্ষণ করার জন্য অনেক সুগন্ধি ব্যবহার করা হয়েছে। যাতে মাছি আকৃষ্ট হয় টেপের কাছে এসে আটকে যায়।

মাছি মারার আঠা
Fly Paper – মাছি মারার আঠা

৩. মাছি মারার স্প্রে

মাছি মারার স্প্রেতে মাছির জন্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয় কিন্তু এই রাসায়নিক রান্নাঘরের থালা বাসন বা কোন খাদ্য পড়লে মানুষের বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাই কোন সময় রান্নাঘরে মাছি মারার কেমিক্যাল স্প্রে ব্যবহার করবেন না।

মাছি মারার স্প্রের নাম হচ্ছে Finish Liquid Spray। আর যদি গোয়াল ঘরের মাছি দূর করার জন্য স্প্রে ব্যবহার করতে চান তাহলে ফিনিশ কীটনাশক স্প্রে ব্যবহার করতে পারেন।

তবে যদি আপনি থালা বাসন ধোয়ার ডিশ ওয়াশিং সোপ জাতীয় তরল যেমন- ভীম এবং পানি মিশিয়ে স্প্রে করতে চান সে ক্ষেত্রে সমস্যা নাই।

৪. মাছি মারার ঔষধ

অনেকেই খোঁজেন মাছি মারার ওষুধ কি। আসলে মাছি মারার অনেক ওষুধ আছে। কিন্তু রান্নাঘরের মাঝি মারা ওষুধ ব্যবহার না করাই ভালো। কারণ মাছি যদি মরার আগেই আপনার কোন খাবারে বসে তবে সে খাবারটির বিষাক্ত হয়ে যাবে।

মাছি দূর করতে সতর্কতামূলক পদক্ষেপ

  • রান্না করার পর শাক সবজির অথবা মাছ মাংসের আবর্জনা দ্রুত ডাস্টবিনে ফেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। রান্নাঘর যত সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন ।
  • সকল খাবার ভালোভাবে ঢেকে রাখুন। ফলমূল জাতীয় খাদ্য অবশ্যই ভালোভাবে ঢেকে রাখতে হবে ।কেননা কেটে রাখা ফলমূলে অনেক সময় ছোট ছোট মাছি বসে । 
  • যেদিন মাছ- মাংস রান্না করা হবে সেদিন অবশ্যই মাছি তাড়ানোর একাধিক উপায় ব্যবহার করুন এবং যত দ্রুত সম্ভব মাছ -মাংসের আবর্জনা পরিষ্কার করুন ।

অনেকে মাছি মারার মেশিনমাছি মারার ব্যাট ব্যবহার করে থাকেন। এটি তেমন সুবিধাজনক ও কার্যকরী নয়। কারণ আপনি কতক্ষণ ব্যাট দিয়ে হাতে মাছি মারবেন?

উপর্যুক্ত উপায় অবলম্বন করে মাছি সহজেই তাড়াতে পারবেন। তবে মাছি আসার পর তাড়ানোর চেয়ে ,মাছি আসার আগে উপরোক্ত পদক্ষেপগুলো নেয়া উচিত।

আশা করি, এই আর্টিকেলটিতে  উল্লেখিত মাছি তাড়ানোর উপায় গুলো আপনাদের রান্নাঘর থেকে মাছি তাড়াতে অনেক সাহায্য করবে।

Similar Posts

Leave a Reply