তেলাপোকা মারার ৫ ঘরোয়া উপায়
জানুন কিভাবে আপনার হাতের নাগালে থাকা জিনিস দিয়ে তেলাপোকা তাড়াবেন। শেয়ার করলাম, তেলাপোকা মারার ৫টি ঘরোয়া উপায়।
তেলাপোকার জ্বালাতন অত্যন্ত বিরক্তিকর একটি ব্যাপার। সাধারণত তেলাপোকা তাড়ানোর জন্য চক ও বিভিন্ন ধরণের স্প্রে ব্যবহার করা হয়।
কিন্তু এসব স্প্রে বা চক ব্যবহার করে তেলাপোকা হয়তো তাড়ানো যায়, কিন্তু এর একটি ক্ষতিকর প্রভাবও আছে। ছোট বাচ্ছাদের নাগালে আসা বা অসাবধানতাবশত কোন খাদ্যের সাথে মিশে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাছাড়া, সবসময় হাতের কাছে এসব Bug Spray পাওয়া নাও যেতে পারে।
তাই আমি শেয়ার করলাম তেলাপোকা মারার ৫টি প্রাকৃতিক ও ঘরেয়া উপায় নিয়ে। আশাকরি আপনি উপকৃত হবেন।
আরও পড়ুন:
তেলাপোকা মারার ঘরোয়া উপায়
১. তেজপাতা
তেজপাতার গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। তাই, তেলাপোকা তাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিছু তেজপাতা রেখে দিন। অথবা যেখানে তেলাপোকার আনাগোনা বেশি সেখানে কিছু তেজপাতা ছিঁড়ে রাখুন।
এর ফলে ওইসব স্থানে তেলাপোকার উৎপাত কমবে।
২. গোলমরিচ, পেঁয়াজ ও রসুন
তেলাপোকা মারার স্প্রে ব্যবহার করার মতই ২ পেঁয়াজ রসুন ও কয়েকটি গোলমরিচ বেটে এক লিটার পানির মধ্যে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর যেখানে তেলাপোকার উৎপাত বেশি সেখানে এবং ঘরের আনাচে কানাচে এই পানির মিশ্রণটি স্প্রে করুন।
৩. বোরিক এসিড
তেলাপোকা তাড়াতে বোরিক অ্যাসিড বেশ কার্যকরী। যেসব স্থানে তেলাপোকা আসতে পারে এসব স্থানে বরিক এসিডের পাউডার ছিটিয়ে দিতে পারেন
তাছাড়া, ময়দা ও বরিক এসিড মিশিয়ে ছোট ছোট বড়ি তৈরি করে ঘরের বিভিন্ন কোনায়, খাটের নিচে, আসবাবপত্রের নিচে দিয়ে রাখতে পারেন। এতে তেলাপোকা এগুলো খেলে মারা যাবে।
আরও পড়ুন:
৪. বেকিং সোডা ও চিনি
তেলাপোকা মারার জন্য বেকিং সোডা ও চিনি বেশ কাজে দেবে। বেকিং সোডা ও চিনি মিশিয়ে ঘরের কোনও কোনায় মিশ্রণটি ছড়িয়ে দিন। চিনির সাথে মেশানো সোডা খেলে তেলাপোকা মারা যাবে।
৫. সাবান পানির স্প্রে
যেকোন সাবান পানিতে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর এগুলো একটি প্লাস্টিকের বোতলে ঢুকিয়ে স্প্রেয়ারের সাহায্যে ঘরের কোনে এবং যেসব জায়গায় তেলাপোকা আসে সেখানে স্প্রে করে দিন। তেলাপোকা এসব স্থানে আসবে না।
তেলাপোকা মারার ঔষধ
যদি তেলাপোকার উৎপাত অনেক বেশি হয় এবং ঘরোয়া পদ্ধতিগুলো প্রয়োগ করে কোন ফল না পান, সেক্ষেত্রে তেলাপোকা দূর করার ঔষধ ব্যবহার করতে পারেন। বাজারে, ফিনিস তেলাপোকা মারার পাউডার পাওয়া যায়। যেখানে তেলাপোকার উৎপাত বেশি, বা ঘরের চার পাশে পাউডার ছিটিয়ে দিতে পারেন।
তেলাপোকা মারার ঔষধ হিসেবে সবচেয়ে ভাল ফিনিস তেলাপোকার পাউডার।
চায়না তেলাপোকা দূর করার উপায়
চায়না তেলাপোকা দূর করার জন্য চিনি এবং বেকিং সোডা একসাথে মিশেয়ে সেই মিশ্রণ ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। এতে করে চিনি খেতে তেলাপোকা ছুটে আসবে এবং বেকিং সোডা খেয়ে মারা পাবে।
এই ছিল তেলাপোকা মারার উপায়। এরকম আরো হ্যাকস ও লাইফস্টাইল সম্পর্কে জানতে নিয়মিত ভিজিটকরুন UprankLife এবং আমাদের ফেসবুক পেইজ ফলো করুন- UprankLife।