কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায়

কর্পূর একটি প্রাকৃতিক উপাদান। কর্পূরের তীব্র ঘ্রাণ ঘর থেকে মশা দূর করে। জানুন কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায়।

কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায়

সম্ভবত মশার উপদ্রবে আপনি অতিষ্ট। জানতে চান কিভাবে প্রাকৃতিক ভাবে মশা তাড়ানো যায়? মশা তাড়ানো অনেকগুলো উপায়ের মধ্যে এখানে শুধুমাত্র কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায় নিয়ে লিখলাম।

আমরা অনেকেই কর্পূরের সাথে পরিচিত। কর্পূর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। জানুন কিভাবে মশা তাড়ানোর জন্যও কর্পূর ব্যবহার করতে পারেবেন।

কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায়

কর্পূর দিয়ে মশা তাড়ানোর উপায়

কর্পূর দিয়ে মশা তাড়ানোর জন্য আপনি যে কোন ফার্মেসি থেকে কর্পূরের ট্যাবলেট কিনে আনুন। একটি ৫০ গ্রামের ট্যাবলেট ছোট একটি বাটিতে পানি ভর্তি করে ডুবিয়ে দিন। তারপর এটি ঘরের এক কোণায় রেখে দিন। কিছুক্ষণ পরই খেয়াল করুন মশা আর নেই।

২ দিন পর পর পানি পরিবর্তন করে নতুন কর্পূর দিন। আগের পানিটুকু ফেলে দিবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।

আরও পড়ুন- তেলাপোকা মারার ঘরোয়া উপায়

কর্পূরের মধ্যে কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা আমাদের শ্বাস-প্রশ্বাসের সুবিধার্থে নাকের শ্বাসনালীকে প্রশস্ত করতে সাহায্য করে।

এটি মশা তাড়াতেও ভাল কাজ করে কারণ কর্পূরের তীব্র ঘ্রাণ মশা সহ্য করতে পারে না। বিভিন্ন ধরনের কার্যকরী মশা নিয়ন্ত্রণ কর্পূর রয়েছে।

জ্বলন্ত সংস্করণ ব্যবহার করার জন্য আপনাকে যা করতে হবে তা হল কর্পূর জ্বালানোর আগে সমস্ত দরজা বন্ধ করে দেওয়া। প্রায় ৩০ মিনিট পর মশা চলে যাবে।

আরও পড়ুন- মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়

Similar Posts

Leave a Reply