কিভাবে অনলাইনে ট্রাক ভাড়া করবেন?
বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান এখন অনলাইনে ট্রাক ভাড়া সেবা নিয়ে এসেছে। জানুন কিভাবে অনলাইনে ট্রাক ভাড়া করবেন তার বিস্তারিত প্রক্রিয়া।
আপনার পন্য বা মালামাল পরিবহনের জন্য ট্রাকের প্রয়োজন হলে সবসময় তা পাওয়া যায় না। তাই আপনি হয়তো জানতে চান কিভাবে অনলাইনে ট্রাক ভাড়া করবেন ? এই পোস্টে জেনে নিন কিভাবে অনলাইনে ট্রাক ভাড়া করবেন।
গুগল প্লে স্টর থেকে Truck Lagbe এপ্স ডাউনলোড করুন। তারপর, ফোন নাম্বার ভেরিফাই করে লোকেশন এড করুন, ট্রাকের সাইজ নির্ধারন করুন ও পন্যের বিবরন দিয়ে কনফার্ম করে অনলাইনে ট্রাক ভাড়া করতে পারবেন।
বাসা পরিবর্তন, আসবাবপত্র ও গৃহসজ্জার পন্য, রাসায়নিক পন্য, নির্মান সামগ্রী ও অন্যান্য পন্য পরিবহনে ট্রাক, কভার্ড ভ্যান বা পিক আপের প্রয়োজন হয়। সে সময় কিভাবে অনলাইনে ট্রাক ভাড়া করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া নিয়েই আজকের আলোচনা।
অনলাইনে ট্রাক ভাড়া করার উপায়
বর্তমানে অনলাইনে বাস, রেল, বিমান লঞ্চ ইত্যাদি টিকেট কাটার পাশাপাশি ট্রাকও ভাড়া করা যায়। বাংলাদেশে কিভাবে অনলাইনে ট্রাক ভাড়া করবেন তা সার্চ করলে বহু সার্ভিস প্রদানকারী এপ্স এবং ওয়েবসাইট এর সন্ধান পাবেন। যেমন-
অনলাইনে ট্রাক ভাড়া করার Apps
- Truck Lagbe
- Truck Booking
- GIM
অনলাইনে ট্রাক ভাড়া করার ওয়েবসাইট
- Truckbd71.com
- Varadibonibo.com
তবে এদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ও ভালো সেবা প্রদান করে Truck Lagbe এপ্স।
ট্রাক লাগবে (Truck Lagbe) এপ কি?
২০১৬ সালে ট্রাক ড্রাইভারদের জীবনমান উন্নয়নের লক্ষে এনায়েত রশিদ ও মীর হোসেন ইকরাম দুই বন্ধু ট্রাক পরিবহন সেবা প্রদানের উদ্দেশ্যে ট্রাক লাগবে এপ্স চালু করেন। এই এপ্স এর মাধ্যমে ট্রাক, কভার্ড ভ্যান, পিক আপ ভাড়া করা যায়।
বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে ট্রাক ভাড়া করা যায় স্বল্প খরচে। বিভিন্ন ট্রাক মালিক, ট্রাক চালক ও ভোক্তার সেতুবন্ধন হিসেবে কাজ করে এই এপ্সটি। এর বিনিময়ে ট্রাক চালকের পাওয়া ভাড়া থেকে নির্দিষ্ট পরিমান ফি কেটে নেয় এপ্সটি।
কিভাবে অনলাইনে ট্রাক ভাড়া করবেন
অনলাইনে ট্রাক ভাড়া করতে প্রথমে এই লিংকে প্রবেশ করে- Truck Lagbe গুগল প্লে স্টোর থেকে এপ্সটি ডাউনলোড করে ওপেন করুন। তারপর নিচের ধাপগুলো অনুসরন করুন।
ধাপ ১: Truck Lagbe অ্যাপে একাউন্ট খুলুন
এপ্স এ প্রবেশ করে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করে কিংবা ফেইসবুক একাউন্ট বা গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন। তারপর প্রোফাইল অপশনে আপনার নাম লিখে এগিয়ে যানে ক্লিক করলেই একাউন্ট ড্যাশবোর্ডে নিয়ে যাবে।
ধাপ ২: লোকেশন সেট করুন
আপনার পরিবহনের লোকেশন লিখুন। লোড লোকেশনে কোথায় মাল উঠানো হবে এবং আনলোড লোকেশনে কোথায় মাল নামানো হবে তা লিখুন (একাধিক গন্তব্য সিলেক্ট করতে পরবর্তী পেজে স্টপ পয়েন্ট যোগ করুন এ ক্লিক করে স্থান নির্বাচন করুন)।
ধাপ ৩: ট্রাক ও লোডের সময় সিলেক্ট করুন
নিচের চিত্রে দেখানো রুট এবং সারাদিনের ভিত্তিতে ট্রাক ভাড়া নেওয়া যায়। শুধুমাত্র ঢাকার মধ্যেই সারাদিনের জন্য ভাড়া দেওয়া হয়। অন্য যেকোন স্থানে রুট ভিত্তিতে ভাড়া করা যায়।
ট্রাক নির্বাচনের ক্ষেত্রে ৭ ফিট বা ১ টনের ট্রাক নির্ধারিত মূল্যে ভাড়া করা যায় এবং পাশেই ভাড়া দেখানো হয়।
তবে ৯ ফিট, ১২ ফিট বা অন্যান্য বড় ট্রাকের জন্য বিড করতে হয়। এখান থেকে প্রয়োজন অনুযায়ী মাপের ট্রাকে ক্লিক করে -‘এগিয়ে যান’ এ ক্লিক করুন।
আপনি কখন আপনার লোড লোকেশনে গাড়ি চান তার তারিখ ও সময় নির্ধারন করুন এবং এগিয়ে যান।
ধাপ ৪: পন্য ও সেবার বিবরন
এই ধাপে নিচের চিত্রের মতো –
- আপনার পন্যের বিবরন দিন। যেমন- ১ টন কাঁচামাল হলে তা লিখুন।
- আসা ও যাওয়া উভয় সময় মালামাল পরিবহন করতে চাইলে আপ-ডাউন ট্রিপের খালিঘরে ক্লিক করুন। এভাবে পন্য অনুযায়ী ঘরগুলো সিলেক্ট করুন।
- ট্রাকের সাথে লেবার লাগলে তা সিলেক্ট করে রাখুন। (বি:দ্র: লেবারের সাথে ট্রাক লাগবে এপ্সটির কোন সম্পর্ক নেই। এ বিষয়ে ভাড়া করা ট্রাকের ড্রাইভার পরবর্তীতে ফোনে কথা বলবে)
আপনার পন্যের বিবরন অনুযায়ী ট্রাকের ভাড়া কম-বেশি হবে। সব তথ্য পূরন করে তারপর রিভিউ তে ক্লিক করুন।
ধাপ ৫: রিভিউ
আপনার প্রদান করা সকল তথ্য দেখানো হবে। তা রিভিউ দিয়ে কনফার্ম করুন। এখান থেকে আপনি চাইলে পরিবর্তন করুন এ ক্লিক করে তথ্য পরিবর্তন করতে পারবেন।
ধাপ ৬: বিড করুন
আপনার আবেদন সম্পূর্ন হলে এই ট্রিপের জন্য এপ্স এর অধীনে কাজ করা বিভিন্ন ড্রাইভার তাদের ভাড়া বিড করবে। সবচেয়ে কম ভাড়ায় যেই ড্রাইভার বিড করবে তা সিলেক্ট করে কনফার্ম করুন। ব্যাস আপনার কাজ শেষ।
কিছুক্ষনের মধ্যেই আপনার কনফার্ম করা ড্রাইভার আপনাকে ফোন করবে। তাকে সকল তথ্য সঠিকভাবে বুঝিয়ে দিন।
উপরোক্ত ধাপে আপনি জানতে পারলেন কিভাবে অনলাইনে ট্রাক ভাড়া করবেন।
FAQ’s
শেষকথা
প্রয়োজনের সময় সরাসরি ট্রাক ভাড়া করা উত্তম। তবে ভেজাল বোধ হলে বা ট্রাক না ভাড়া করতে পারলে ট্রাক লাগবে এপ্স ব্যবহার করতে পারেন। এখানে আপনার পছন্দসই ভাড়ায় বেছে নিন প্রয়োজনীয় মাপের ট্রাক। ট্রাক ভাড়া কনফার্ম করার পূর্বে অবশ্যই বিড করা ড্রাইভারের সাথে যোগাযোগ করে নিন।
আজকের আলোচনার জানতে পারলাম – কিভাবে অনলাইনে ট্রাক ভাড়া করবেন। আশা করি লেখাটি আপনার উপকারে আসবে। এই পোস্ট সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এ ধরনের প্রয়োজনীয় পোস্ট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।